সাদিয়া তাজবীর

প্রথম পাতা » জীবনী » সাদিয়া তাজবীর


 –সাদিয়া তাজবীর-

সাদিয়া তাজবীর  একজন কবি ও লেখক ।১৯৮৫ সালের ১০ই ডিসেম্বর শুক্রবার জন্ম ,বরিশালে। সরকারি চাকুরিজীবী বাবার কল্যাণে শৈশব কেটেছে বিভিন্ন জেলাশহরে আর বরিশালে। বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বরিশাল সরকারি মহিলা কলেজ এবং সবশেষে সরকারি বি.এম. কলেজ থেকে ইংরেজি সাহিত্যে সম্মান-সহ মাস্টার্স শেষ করা। বর্তমানে এক সন্তানের জননী এবং সরকারি কর্মকর্তার অর্ধাঙ্গিনী। স্বামীর চাকুরির সুবাদে সারা বাংলাদেশ ঘুরে বেড়ানো এবং বাংলা মায়ের অকৃত্রিম প্রকৃতির অপরূপ শোভা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উপভোগ করার সৌভাগ্য  হয়েছে। বরিশালের মেয়ে বলেই জীবনানন্দ দাশের লেখনী সব সময়ই লেখককে বেশি টানে।

তথ্যসূত্র: .২০২০ সালে প্রকাশিত   ’হৃদয় পুড়ছে প্রেমে  অপ্রেমে’   গ্রন্থ থেকে সংকলিত।