ওয়াহিদুজ্জামান আকন্দ

প্রথম পাতা » জীবনী » ওয়াহিদুজ্জামান আকন্দ


ওয়াহিদুজ্জামান আকন্দ
কবি ও কথাসাহিত্যিক ডাক্তার ওয়াহিদুজ্জামান আকন্দ-এর পিতার চাকরির সুবাদে জন্ম চাঁদপুর জেলায়। নিজ জেলা শরীয়তপুর। সিলেট মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ছাত্র। পেশায় একজন স্বনামধন্য বক্ষব্যাধি চিকিৎসক। লেখালেখি, ঘোরাঘুরি, বাগান করা লেখকের প্রিয় শখ। ব্যক্তিগত জীবনে এক কন্যাসন্তান ও স্ত্রীকে নিয়ে কবির সুখের সংসার।
বাবার বদলির চাকরি, নিজের পড়াশোনা ও চাকরিগত কারণে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ আর পরিদর্শনের সুযোগ হয়েছে লেখকের। বিশেষ করে ময়মনসিংহ-এর ত্রিশাল উপজেলায় শৈশব-কৈশোর এবং প্রতিবছর ময়মনসিংহ থেকে শরীয়তপুরের নাজিমপুরে গ্রামের বাড়ি বেড়ানোর অসাধারণ সুখময় স্মৃতি লেখকের কলমে চমৎকারভাবে উঠে এসেছে। সিলেটে লেখাপড়া করার কারণে সিলেট দর্শনে সমৃদ্ধ হয়েছেন কবি।চিকিৎসা বিজ্ঞানে উচ্চশিক্ষা নিয়েছেন জাপান থেকে। এছাড়াও পেশাগত ও দেখার নেশায় পৃথিবীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ঘুরেছেন যাযাবরের মতো। তার মধ্যে লেখকের অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, সৌদি আরব, মিশর, কাতারসহ আরো অনেক দেশে ভ্রমণ করেছেন কৰি।
তাঁর ব্যক্তিগত অভিজ্ঞান: আত্মপ্রকাশ যখনই করি না। কেন, ‘চিনে নিও তুমি মোরে আপন জ্ঞানে।’
তথ্যসূত্র: .২০২০  সালে প্রকাশিত  ‘যাযাবরের আত্নকাহিনি’  গ্রন্থ থেকে সংকলিত।