ফারহানা আজীজা অনন্যা
প্রথম পাতা » জীবনী » ফারহানা আজীজা অনন্যা
ফারহানা আজীজা অনন্যা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এম.এ. মনোবিজ্ঞান, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইংলিশে এম.এ. এবং এমবিএ এইচআরএম। বর্তমানে একটি প্রাইভেট ব্যাংকে কর্মরত আছেন। গল্প লেখার শখ ছোটবেলা থেকেই। স্কুল ম্যাগাজিনে হাতেখড়ি। মুখে মুখেই গল্প বানান। তার লেখা ছোট ছোট কয়েকটি গল্প রয়েছে ।তিনি মূলত একজন গল্পকার।”অনুভবে অভিমান” তার লেখা অন্যতম গল্পগ্রন্থ।
তথ্যসূত্র: .২০১৮ সালে প্রকাশিত ‘অনুভবে অভিমান’ গ্রন্থ থেকে সংকলিত।