রশমি আফগান

প্রথম পাতা » জীবনী » রশমি আফগান


 রশমি আফগান

কবি রশমি আফগানের জন্ম ৬ সেপ্টেম্বর ১৯৮৪ সালে রংপুর জেলার সেন্ট্রাল রোডে নানাবাড়িতে। পৈতৃক নিবাস বগুড়া জেলা সদরের অন্তর্গত চকসূত্রাপুরে। শৈশব কেটেছে বগুড়া ও রংপুর জেলা সদরে। ১৯৯৯ সালে রংপুরের মরিয়ম নেছা বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০২ সালে বগুড়ার মুজিবুর রহমান মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করে। এরপর বগুড়া আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ২০০৬ সালে প্রাণিবিজ্ঞানে স্নাতক (সম্মান) ডিগ্রি এবং ২০০৭ সালে প্রাণিবিজ্ঞান ফিশারি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালে বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক শাখায় ল্যাবরেটরি অ্যাসিস্টেন্ট হিসাবে চট্টগ্রামে চাকরিতে যোগ দেন। স্কুলজীবন থেকেই লেখালেখি শুরু। বাবা এম শেরআফগান শেরা ছিলেন কবি ও লেখক। বাবাকে দেখেই কবির লেখালেখিতে হাতেখড়ি। লেখালেখিতে বাবাই ছিলেন একমাত্র অনুপ্রেরণা । কলেজ জীবন থেকেই কবির লেখা স্থানীয় পত্রিকা ও লিটল ম্যাগে প্রকাশিত হতে থাকে। ব্যক্তিগত কারণে বেশ কিছু সময় লেখালেখি থেকে দূরে থাকেন। ২০১৪ থেকে লেখালেখিতে আবার ফিরে আসেন। ‘নাবালিকার প্রথম ক্লাসে’ কবির প্রথম কাব্যগ্রন্থ। বর্তমানে কবি বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক শাখায় চট্টগ্রামের বানৌজা ঈসা খানস্থ ডেঞ্জারাস কার্গো ইন্সপেকশন অফিসে ল্যাবরেটরি অ্যাসিস্টেন্ট হিসাবে চাকরিতে কমর্রত ।

তথ্যসূত্র: .২০২১  সালে প্রকাশিত  ‘কানন কেয়া’  গ্রন্থ থেকে সংকলিত।