মোঃ এনামুল হক এনাম

প্রথম পাতা » জীবনী » মোঃ এনামুল হক এনাম


 মোঃ এনামুল হক এনাম

জন্ম ১৯৭৯ সালের ১ মে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন জাম্বুবান গ্রামে, পিতা মৃত- আলহাজ্ব সাইফুল ইসলাম, মাতা মৃত- রোকেয়া বেগম। শিক্ষা জীবন এস.এস.সি ১৯৯৪ বি.এ অনার্স, এম.এ বাংলা সরকারি আযিযুল হক কলেজ, বগুড়া এম.এম হাদীস এল.এল.বি। সোনালী আশা- ১, সোনালী আশা- ২. সোনালী আশা- ৩ পর পর কবির একক তিনটি কাব্যগ্রন্থের প্রকাশের পর সোনালী আশা- ৪ নামে এই চতুর্থ একক কাব্যগ্রন্থটি প্রকাশিত হতে যাচ্ছে। সাহিত্যের মাঝে কবি খুঁজে পান সোনালী আশা। স্বপ্ন দেখেন আগামীর। কলমের আঁচড়ে ব্যক্ত করেন মনের রঙবেরঙের আবেগ- অনুভূতি। সাহিত্যকে বুকে ধারণ করে নব প্রজন্মের জন্য বাংলার বুকে এঁকে যেতে চান আগামীর দীপ্তিমান চিত্র।