কবি সৈয়দ শাহনুর আহমেদ

প্রথম পাতা » জীবনী » কবি সৈয়দ শাহনুর আহমেদ


কবি সৈয়দ শাহনুর আহমেদ

কবি সৈয়দ শাহনুর আহমেদ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর (বুধরাইল) গ্রামে ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন। বর্তমান নিবাস লিডস, যুক্তরাজ্য ।
হযরত শাহজালাল (রহ.)-এর সফরসঙ্গীর অন্যতম প্রধান আউলিয়া হযরত শাহ সৈয়দ শামছুদ্দিন (রহ.)-এর বংশোদ্ভূত, কবির পিতা সৈয়দ খালিদ মিয়া এবং মাতা সৈয়দা জমসী বিবির ছয় সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ।
মদন মোহন কলেজ থেকে বি এ পরবর্তীকালে যুক্তরাজ্যের canterbury christ church university, Uk Travel and tourism এর উপর উচ্চতর ডিগ্রী গ্রহণ করেন
প্রকাশিত বইয়ের সংখ্যা এ পর্যন্ত এগারটি একক বই এবং ষোলটা যৌথ বই প্রকাশ পেয়েছে।
ক্ষণিকের সুখ, ধর্ষিত সমাজ (গল্প), কবি’র আলপনা, প্রণয়ী হৃদয়, মাতৃভূমি (কবিতা), ইংল্যান্ড টু আলবেনিয়া ২০২২ (ভ্রমণ কাহিনী), ইতিকথা (গল্প) সহ ইতিমধ্যে বাংলাদেশের প্রায় সবকটি জাতীয় দৈনিক পত্রিকায় কবিতা ও প্রবন্ধ নিয়মিত প্রকাশিত হচ্ছে। কবির মননশীলতায় সাহিত্য অনুরাগী মানুষের মনে ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন।

তথ্যসূত্র: .২০২৩ সালে প্রকাশিত  ‘ জন্ম ভূমি’   গ্রন্থ থেকে সংকলিত।