সাবীরা ইয়াসমিন

প্রথম পাতা » জীবনী » সাবীরা ইয়াসমিন


 সাবীরা ইয়াসমিন

পিতাঃ মোঃ হোসেন উদ্দিন, মাতাঃ জয়নব বেগম, স্বামীঃ ওয়ালিউর রহমান, পেশাঃ শিক্ষকতা। শিক্ষাগত যোগ্যতা : এম এস-সি (মনোবিজ্ঞান), বিএড-১ম শ্রেণী, এমএড - ১ম শ্রেণী ।
জন্য তারীখ ঃ ২৮-১২-১৯৮২। জন্মস্থান যাত্রবাড়ি, ঢাকা। শখঃ সাহিত্যচর্চা, কাব্যচর্চা, আবৃত্তি। অবসরঃ বই পড়া, গান শোনা। একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের মনঃস্তাত্বিক পরিবর্তনের সাথে যেমন তাদের সুপ্ত প্রতিভার বিকাশে অনবরত ভূমিকা রেখে চলেছেন, তেমনি পরিবার, সমাজ, রাষ্ট্র, মাতৃভূমির প্রতি সুদৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ কবি সাবীরা ইয়াসমিন একজন প্রকৃতি প্রেমিকও।
একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন তিনি। পারিবারিক আবহে মায়ের কাছেই তার শিক্ষার প্রথম হাতেখড়ি। হাতেখড়ি। সেই থেকেই আজঅবধি লিখে চলেছেন। জীবন ও জীবনের নানাদিক, দায়-দায়িত্ব, দেশের প্রতি প্রগাঢ় মমত্ববোধ, প্রেম, ভালোবাসায় পরিপূর্ণ উদাত্ত আহবান কবির ২য় কাব্যগ্রন্থ। ছোটবেলা থেকেই বিভিন্ন পত্র-পত্রিকায় নিজের লেখা দেখতে ভালোবাসতেন তিনি। পরিবারের প্রতিটি সদস্য, স্বামী, বন্ধুদের অনুপ্রেরণায় কৰি করে চলেছেন নব নব সৃষ্টি।
মেধা ও মননে, শ্রম ও ভালোবাসায়, সুর ও ছন্দে যার এতো অবদান কবি সাবীরা ইয়াসমিনের ২য় বই “উদাত্ত আহবান” কাব্যগ্রন্থটি ২০১৮ সালের অমর একুশে গ্রন্থমেলায় “ঝিঙেফুল” প্রকাশনা থেকে প্রকাশিত হলো।