আফরোজা মুন্নী

প্রথম পাতা » জীবনী » আফরোজা মুন্নী


 আফরোজা মুন্নী

পিরোজপুর জেলার কাউখালী থানাধীন ছোট গ্রাম শির্ষা,যার তিন পাশেই বহমান নদী। সেই ছোট দ্বীপেই আফরোজা মুন্নীর জন্ম। বাবা কে, এম মনিরুজ্জামান, মা মিসেস মমতাজ জামান। চার ভাইবোনের মধ্যে মুন্নী ই বড়। পরিবারের সাথে ঢাকার খিলক্ষেতে বেড়ে ওঠা। জীবনের সুখ দুঃখের দীর্ঘ সময় পার হয়েছে এই খিলক্ষেতে। তবুও জন্মভুমি তাকে পিছু ফিরে তাকাতেবাধ্য করে বারবার ।
খিলক্ষেতের কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং সরকারী তিতুমীর কলেজ থেকে এইচএসসি ও গ্রাজুয়েশন করেছেন। এশিয়ান ইউনিভার্সিটি থেকে বাংলায় এম, এ করেছেন।
তার প্রথম লেখা প্রকাশ হয় তৃণমূল লিটল ম্যাগাজিনে ছোটগল্প ‘দুঃস্বপ্নরাজ’, প্রকাশকাল-২০১৫।
অনলাইন পত্রিকা, তৃণমূল লেখক সংঘ, অনুক্ত, অবসর, সংবাদ আলোচনা, ভিন্নমাত্রাসহ কিছু লিটল ম্যাগাজিনে লিখছেন নিয়মিত। এক কথায় তিনি ছড়াকার, কবি, গল্পকার, নিবন্ধকার, উপন্যাসিক ও প্রবন্ধকার ।
২০১৬ সালে সাহিত্যে সীকৃতিস্বরুপ পেয়েছেন মহাত্না গান্ধী শান্তি পুরস্কার, ২০১৭ সালে আবাবিল সম্মাননা ও বাহন সাহিত্য বাসর পুরস্কার, ২০১৯ সালে পেয়েছেন জহির রায়হান সিএনসি পদক। এছাড়া তিনি বিভিন্ন সাহিত্য প্রতিষ্ঠান থেকে সম্মাননা পদক লাভ করেছেন । বর্তমানে তিনি নজরুল-প্রমিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক, নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আফরোজা মুন্নী অসুস্থ, ব্রেইন টিউমার নিয়ে তিনি লিখছেন। তার ভবিষত পরিকল্পনা কিছু কালজয়ী শিক্ষামূলক লেখা দিয়ে আরও বেশি সময় বেঁচে থাকা ।

তথ্যসূত্র:.২০২২  সালে প্রকাশিত ‘বাংলাদেশের মানচিএের ইতিকথা’  গ্রন্থ থেকে সংকলিত।