বেগম ফিরোজা খান

প্রথম পাতা » জীবনী » বেগম ফিরোজা খান


বেগম ফিরোজা খান

কবি বেগম ফিরোজা খান। ১৯৫৫ সালের ১৫ ফেব্রুয়ারি পাবনা জেলার সদর উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা: মরহুম ছগীর উদ্দিন, মাতা: মরহুমা ছফুরা খাতুন। মাত্র দেড় বছর বয়সে বাবাকে হারিয়ে কবি তাঁর মামাবাড়িতে এক সংগ্রামী জীবনের মধ্যে দিয়ে বড় হন। কবি ১৯৬৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পাবনা সরকারি মহিলা কলেজ থেকে ১৯৭৫ সালে লেখাপড়া শেষ করেন এবং ১৯৮৫ সালে সরকারি চাকরিতে যোগদান করেন।
কবির স্কুল জীবনেই কবিতায় হাতেখড়ি হয়। তৎকালীন সময়ে ‘পাকিস্তান পয়গাম এ তাঁর লেখা ছাপা হতো ও এখনো বিভিন্ন পত্র-পত্রিকায় ছাপা হয়। কবি বর্তমানে অবসর জীবনে অনলাইনে নিয়মিত সাহিত্য চর্চা করেন। কবি তাঁর কবিতায় দক্ষতার সাথে প্রকৃতি, দেশপ্রেম, বঙ্গবন্ধু, বিদ্রোহ, মানবতা ইত্যাদি ফুটিয়ে তোলেন। যার ফলশ্রুতিতে এখন পর্যন্ত বিভিন্ন সময়ে দুই বাংলার বিভিন্ন সাহিত্য গ্রুপ থেকে গুণীজন হিসেবে অনেক সনদপত্র, সম্মাননা স্মারক অর্জন করেছেন। এছাড়াও তিনি বাংলা কাব্য সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য কলকাতা থেকে “মাতৃভাষা স্বর্ণ পদক’ লাভ করেন। এখন পর্যন্ত “আমাদের কবিতার শহর” সহ কবির ৬০টি যৌথ এবং ৪টি একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। “কবিকণ্ঠ” তার লেখা অন্যতম কাব্যগ্রন্থ।