মিল্টন বিশ্বাস

প্রথম পাতা » জীবনী » মিল্টন বিশ্বাস


মিল্টন বিশ্বাস

মিল্টন বিশ্বাস, কবি, প্রাবন্ধিক, কলামিস্ট, সাহিত্য-সমালোচক এবং অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
জন্ম : ৮ ফেব্রুয়ারি, পাবনা ব্যাপ্টিস্ট মিশন।
পিতা : সঞ্জয় বিশ্বাস, মাতা : মুক্তি বিশ্বাস।
শিক্ষা: বিএ (অনার্স), এমএ (বাংলা), ঢাকা বিশ্ববিদ্যালয়। এম ফিল- ঢাকা বিশ্ববিদ্যালয়, জীবনানন্দ দাশ ও বুদ্ধদেব বসুর কাব্যচিন্তা। পিএইচডি- ঢাকা বিশ্ববিদ্যালয়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্পে নিম্নবর্গের মানুষ।
দেশ ভ্রমণ : যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, মিয়ানমার, ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া
সংগঠক : আনায়ক, জয়- বাংলা শিক্ষক সমাজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম। চেয়ারম্যান, শ্যালোন ফাউন্ডেশন। সাধারণ সম্পাদক, দিশারি ফাউন্ডেশন। সাধারণ সম্পাদক, ইসিটি। নির্বাহী কমিটির সদস্য, পিদিম ফাউন্ডেশন ও সম্প্রীতি বাংলাদেশ। কমিশন সদস্য, সিসিডিবি কমিশন।
প্রতিষ্ঠাতা : বাংলা সাহিত্য গবেষণা কেন্দ্র।
প্রথম কাব্যগ্রন্থ : নন্দিনী (২০১৮)
প্রকাশিত কয়েকটি গ্রন্থের নাম :
শেখ হাসিনা : নেতা ও রাষ্ট্রচিন্তক, ২০১৫
শিল্প-সাহিত্যে বঙ্গবন্ধু, ২০১৭
উপন্যাসে বঙ্গবন্ধু, 2020
সাব-অল্টার্ন তত্ত্ব : উদ্ভব, বিকাশ ও প্রভাব, ২০২১ শেখ হাসিনা : আশ্রয়হীন মানুষের ঠিকানা, ২০২১

তথ্যসূত্র: .২০২২ সালে প্রকাশিত  ‘প্রেমের কবিতা’  গ্রন্থ থেকে সংকলিত।