মহসিন হোসাইন
প্রথম পাতা » জীবনী » মহসিন হোসাইন
কবি মহসিন হোসাইন সত্তর দশকের অন্যতম কবি । সাহিত্যের বিচিত্র ধারায় রয়েছে তার সফল পরিক্রমা । তিনি যথার্থই সব্যসাচীকবি । যথাশব্দ নির্মাণ ও প্রয়োগে কবি মহসিন হোসাইন দুই বাংলার পাঠকের কাছে বিশেষ পরিচিত । শব্দের রঙিনকোল ধ্বনি তার প্রিয় ও অসম্ভব, প্রাণদবিষয় ।
মহসিন হোসাইনের প্রকাশিত বইয়ের সংখ্যা শতক ছুঁইছুঁই করছে। তার বর্তমান কাব্যগ্রন্থ ‘বঙ্গবন্ধুর আদেশ পেয়ে সহ মৌলিক কবিতা গ্রন্থের সংখ্যা দাঁড়ালো ৯ টি । প্রকাশিত ছড়াগ্রন্থ ১৩ টি (ছড়াকে কবি কবিতার সঙ্গে সাজুয্য করে দেখেন না বলে সংখ্যা দু’টি পৃথক করে দেখানো হলে), অনুবাদ কবিতার গ্রন্থ ২টি । এছাড়া আছে সম্পাদিত কবিতার গ্রন্থ ৬ টি । সহজ ভাষায় বলতে হয়, কবিতা মহসিন হোসাইনের দীর্ঘ কালের চর্চা ও ভালোবাসার বিষয় ।
তথ্যসূত্র:.২০১৭ সালে প্রকাশিত ‘বঙ্গবন্ধুর আদেশ পেয়ে’ গ্রন্থ থেকে সংকলিত।