মোঃ ফিরোজ হোসেন ফাইন

প্রথম পাতা » জীবনী » মোঃ ফিরোজ হোসেন ফাইন


 মোঃ ফিরোজ হোসেন ফাইন

মোঃ ফিরোজ হোসেন ফাইন  পিতাঃ মোঃ মাজেদ আলী, মাতাঃ মোছাঃ ফেরেজা বিবি। জন্মস্থানঃ জয়পুরহাট জেলার পাঁচবিবি সদর ১৯৯২ সালের ৬ আগস্ট। পরিবারের বড় ছেলে। পড়াশোনা-বালিঘাটা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচবিবি পৌর উচ্চ বিদ্যালয়, মহীপুর হাজী মহসীন সরকারি কলেজ, পাঁচবিবি ডিগ্রি কলেজ এবং বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী ঢাকা কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন। লেখার হাতেখড়ি ৬ষ্ঠ শ্রেণি থেকে। নির্বাহী সম্পাদক হিসাবে স্থানীয় প্রকাশনা আলোকিত দৃষ্টিতে দায়িত্ব পালন যা আদর্শ ক্রিয়া চক্র ও সাহিত্য কেন্দ্র থেকে বের করা হতো। মাসিক কৌতূহল, দৈনিক করতোয়া, হিলিবার্তা, দৈনিক প্রথম আলো, সপ্তাহের সাপ্তাহিক, মাসিক কবিতা কণ্ঠ, কারেন্ট আফেয়ার্স সহ বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় লেখা প্রকাশ করা সখের বসে। ভ্রমণ করা অন্যতম প্রিয় কাজ একটু সময় পেলেই মঞ্চে নাটক দেখতে যাই। প্রায় ৬০ টি জেলা ভ্রমণ শেষ করা হয়েছে ৬৪ জেলা ভ্রমণ শেষে একটি ভ্রমণ গাইড বের করা ইচ্ছে আছে। ছাত্র কালীন অবস্থায় জয়পুরহাট জেলার ঐতিহ্যবাহী ৩৮ বছরের সংগঠন “শিক্ষার্থী সমিতি পাঁচবিবি” সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সহ-সভাপতির দায়িত্ব পালন করে, ঢাকা কলেজের জয়পুরহ- টি জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ও আদর্শ ক্রীড়া চক্র ও সাহিত্য কেন্দ্রের সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন। সখের বশে সাংবাদিকতা করছি প্রবাসীর দিগন্ত ঢাকা রিপোর্টার হিসাবে। বিভিন্ন সময়ে হাইস্কুল ও কলেজে আন্তর্জাতিক, জাতীয়, আঞ্চলিক, জেলা ও উপজেলা সদরে প্রায় ২৫টি স্কাউটিং ক্যাম্প করা হয়েছে ইউনিট লিডার, স্কাউট লিডার ও সিনিয়র রোভারমেট হিসাবে। প্রত্যাশা চাইল্ড হ্যাভেন ও ড্রিমল্যান্ড কিন্ডার গার্টেনে চার বছর শিক্ষকতা করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।তার লেখা গ্রন্থ-’জন্মভূমি জয়পুরহাট’।সম্মাননা: করোনায় মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ হিসেবে পাঁচবিবি উপজেলা প্রশাসন কর্তৃক ‘মানবতার মানুষ’ সম্মাননা প্রদান করে।
তথ্যসূত্র: .২০২৩ সালে প্রকাশিত ‘নৈঃশব্দ্যের ণ্ডঞ্জরন’ গ্রন্থ থেকে সংকলিত।