এড. মো. আজমত উল্লা খান

প্রথম পাতা » জীবনী » এড. মো. আজমত উল্লা খান


 এড. মো. আজমত উল্লা খান


 এড. মো. আজমত উল্লা খান  ১৯৫৫ সালের ২১ জানুয়ারি গাজীপুর জেলার টঙ্গী থানাধীন টঙ্গী ভরানে সম্ভ্রান্ত মুসলিম ঐতিহ্যবাহী খান পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম ইউসুফ খান ছিলেন শিক্ষানুরাগী, সমাজসেবক, ধর্মভীরু ও আধুনিক চিন্তাশীল ব্যক্তিত্বের অধিকারী। তাঁর মাতা মোসাম্মৎ ফাতেমা খানম ছিলেন সম্ভ্রান্ত পরিবারের সন্তান ও মহীয়সী রমনী।
তিনি কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি পাস করার পর প্রথম ব্যাচের ছাত্র হিসেবে ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলএলবি (অনার্স) ভর্তি হন এবং ১৯৭৬ সালে স্নাতক সম্পন্ন করার পর ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএল, এম ডিগ্রি লাভ করেন। মূলত স্কুল ছাত্রজীবন থেকেই তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। তিনি নবাব হাবিবুল্লাহ মডেল হাইস্কুল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ১৯৬৭ সালে আওয়ামী লীগের রাজনীতি শুরু করেন। এবং একই সময়ে ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ১১ দফা দাবি ঘোষিত হলে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দান করেন ।
তিনি বর্ষিয়ান রাজনীতিবিদ, জননন্দিত ব্যক্তিত্ব, সমাজসেবক, একাধারে পরপর তিনবার নির্বাচিত টঙ্গী পৌরসভার সাবেক সফল মেয়র, সুদীর্ঘ ৫০ বছরের অধিক সময় ধরে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির অন্যতম সংগঠক ও জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত রাজনৈতিক কর্মী ।’রাজনীতির মহাকবি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ বইটি তার লেখা।
তথ্যসূত্র: .২০২১ সালে প্রকাশিত  ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’   গ্রন্থ থেকে সংকলিত।