মিজানুর রহমান তোতা

প্রথম পাতা » জীবনী » মিজানুর রহমান তোতা


 মিজানুর রহমান তোতা

মিজানুর রহমান তোতা  জন্ম: ১৯৫৭ সালের ৩০ ডিসেম্বর। জন্মদাতা পিতা জয়নাল আবেদিন ও গর্ভধারিণী মাতা মহিরণ নেছা। দু’জনই পরপারের বাসিন্দা। গ্রামের বাড়ি ঝিনাইদহ ক্যাডেট কলেজ লাগোয়া পৌর এলাকাধীন চরমুরারীদহে। কর্ম জীবনের শুরু থেকেই স্থায়ীভাবে বসবাস যশোর শহরের নতুন খয়েরতলার শহীদ মশিউর সড়কের ১৯৩০. পৌর হোল্ডিং নম্বরের ‘পারাপারে’।
অবিভক্ত যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সাবেক সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক নির্বাহী সদস্য, ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের একবার সেক্রেটারী, তিনবার সভাপতি, যশোর ইন্সটিটিউট ও শিল্প কলা একাডেমি এবং অনির্বাণ লাইব্রেরীর জীবন সদস্য, যশোর সাহিত্য পরিষদের সহ-সভাপতি ও জাতীয় কবি পরিষদের উপদেষ্টা।
সুদীর্ঘ ৪৩ বছর মাঠ সাংবাদিকতায়। পর্যায়ক্রমে গণকণ্ঠের নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচারের মফস্বল সম্পাদক, দৈনিক স্ফুলিঙ্গের বার্তা সম্পাদক, দৈনিক ঠিকানার নির্বাহী সম্পাদক দৈনিক আজাদের বিশেষ সংবাদদাতা এবং সর্বশেষ দৈনিক ইনকিলাবে যশোর ব্যুরো চীফ ও বিশেষ সংবাদদাতা হিসেবে কর্মরত। তার অগণিত বিশেষ রিপোর্ট, ফিচার, কলাম এবং অসংখ্য কবিতা প্রকাশ হয়েছে জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায়।
তার শখ লেখালেখি, বই পড়া ও মাঠ-ঘাট ঘুরে বেড়ানো। প্রকাশিত গ্রন্থ ‘কর্মবীরের জীবনযাত্রা। দিবানিশি স্বপ্নের খেলা’ ।
তথ্যসূত্র: .২০২১ সালে প্রকাশিত  ‘দিবানিশি স্বপ্নের খেলা’   গ্রন্থ থেকে সংকলিত।