নাজমুন নাহার বেবী

প্রথম পাতা » জীবনী » নাজমুন নাহার বেবী


নাজমুন নাহার বেবী
নাজমুন নাহার বেবী চাঁদপুরের কচুয়া উপজেলার পালগিরী গ্রামে জন্য গ্রহণ করেন। পিতা মরহুম মোঃ ইউনুছ খান ছিলেন খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ও মাতা নুরুন নাহার বেগম সুগৃহিনী। পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। ১৯৭৮ সালে ঢাকার তেজগাঁও পলিটেকনিক্যাল স্কুল থেকে মাধ্যমিক, ১৯৮০ সালে লালমাটিয়া মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে পড়াশোনা করেন। ১৯৮৮ সালে উচ্চ শিক্ষার জন্য নিউইয়র্ক গমন করেন।
সিটি ইউনির্ভাসিটি অফ নিউইয়র্কের ব্রুকলিন কলেজ থেকে কম্পিউটার ইনফরমেশন সায়েন্সে অধ্যয়ন করেন। নিউইয়র্কে থাকাকালীন সময়ে তিনি যুক্তরাষ্ট্র বিএনপি’র দপ্তর ও প্রচার সম্পাদিকার দায়িত্ব পালনকরেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্ৰীয় সংসদের ছাত্রী বিষয়ক সম্পাদিকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল শাখার ছাত্রদলের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হিসাবে দায়িত্বরত। একমাত্র সন্তান তানজিদা নাহার হক, নিউইয়র্ক জন জে কলেজ অফ ক্রিমিনাল জাস্টিস থেকে স্নাতক সম্পন্ন করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল জাস্টিস বিষয়ে এবং হিউম্যান রাইটস বিষয়ে স্নাতকোত্তর শেষ করে বর্তমানে জর্জিয়া ইউনিভার্সিটিতে আইন বিষয়ে অধ্যয়নরত।’নকল প্রতিরোধ ড. আ ন ম এহছানুল হক মিলনের সংগ্রাম’ বইটি তিনি সম্পাদনা করেন ।