জসিম উদ্দিন জয়

প্রথম পাতা » জীবনী » জসিম উদ্দিন জয়


 জসিম উদ্দিন জয়

জসিম উদ্দিন জয় একজন সফল ব্লগার হিসাবে ২২টি ব্লগে লিখেছেন এখনও লিখছেন। ব্লগে লেখালিখি করে যুদ্ধাপোরাধী রাজাকারদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ২০১৩ ফেব্রুয়ারি শাহবাগ গর্জে উঠেছিল, তৈরী হয়েছিল গণজাগরণ মঞ্চ। ১৯৯৬ সালে শুল্ক ও ভ্যাটমুক্ত কম্পিউটার যন্ত্রপাতি আমদানির আন্দোলন, দেশব্যাপী তথ্য বিপ্লব আন্দোলন ২০০৪-২০০৬ তথ্য বিপ্লব গড়ে তোলার অনেক কর্মশালা করেছিলেন। কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার জয় ইনষ্টিটিউট নামের একটি প্রতিষ্ঠান ১৬ বছর চেয়ারম্যান হিসাবে ছিলেন (১৯৯৯-২০১৫)। তিনি বিভিন্ন আইসিটি সংগঠনের সাথে জড়িত, মিরপুর কম্পিউটার সমিতির প্রতিষ্ঠাতা আহবায়ক, কোয়াব সদস্য, বিপিএর সাংস্কৃতিক কনভেনার, বাংলাদেশ ডিজিটাল স্কুল সোসাইটির প্রতিষ্ঠাতা আহবায়ক পরবর্তিতে সাংগঠনিক সম্পাদক, প্রযুক্তি ও প্রজন্ম ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা, বাংলাদেশ ডিজিটাল এডুকেশন সোসাইটি (বিডিএস) এর প্রতিষ্ঠাতা, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলোপমেন্ট সোসাইটি BFDS-এর প্রতিষ্ঠাতা পরবর্তিতে সিনিয়র সহ-সভাপতি, জয় ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা এবং BCFDF ফাউন্ডেশন এর সিনিয়র সহ-সভাপতি, ঝলক ফাউন্ডেশন এর সহ-সভাপতি, BCFDF বর্ণমালা স্কুল (সুবিধা বঞ্চিত স্কুল) এর প্রতিষ্ঠাতা। পেশা ও বর্তমান অবস্থা তিনি জয় কমপিউটারস লিমিটেড. প্রতিষ্ঠাতা চেয়্যারম্যান হিসাবে কর্মরত আছেন। তার প্রকাশিত বইয়ের সংখ্যা : ২৫টি। প্রকাশনার পথে ১৫টি। জাতীয় পুরস্কার : ২০১৮ সালে বেসিস কর্তৃক জাতীয় আইসিটি পুরস্কার অর্জন করেন। শিশু সাহিত্যের উপর মোতাহার হোসেন সাহিত্য পুরস্কার ২০১৩-১৫। প্রযুক্তি ও প্রজন্ম ফাউন্ডেশন এর পক্ষে “জয় বাংলা” অ্যাওয়ার্ড প্রাপ্ত। আন্তর্জাতিক চীনে এপিক্টা সম্মেলনে অংশগ্রহণ। রংধনু সাহিত্য পুরস্কার, ময়ুরপঙ্খী সেরা সাহিত্য পুরস্কার, বিসিএফডিএফ থেকে সেরা সংগঠন পুরস্কার, সংগঠন হিসাবে নন্দন পুরস্কার। ২০১৪ সালে ১৬ ই ফেব্রুয়ারি ২য় সমধারা কবিতা উৎসবে সমধারা পরিবার কর্তৃক সম্মানপত্র অর্জন করেন। ময়ুরপঙ্খী ফাউন্ডেশন কর্তৃক সেরা শিশু সাহিত্যিক ভ্যালেন্টিয়ার অ্যাওয়ার্ডসহ জনপ্রিয় এই মানুষটি প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন তাকে বিভিন্ন ভাবে অ্যাওয়াড ও সম্মাননা প্রদান করেছেন ।তার লেখা বই ”অভিব্যক্তি”।
 তথ্যসূত্র: .২০২১ সালে প্রকাশিত   ”অভিব্যক্তি”   গ্রন্থ থেকে সংকলিত।