আলাউদ্দিন গাজী

প্রথম পাতা » জীবনী » আলাউদ্দিন গাজী


আলাউদ্দিন গাজী

আলাউদ্দিন গাজী, পিতা-মৃত গোলাম মোস্তফা গাজী, মাতা- মৃত তাজকিয়াতন নেছা, জন্ম- ২ ফেব্রুয়ারি ১৯৪৬, স্ত্রী-নূর নাহার বেগম, কন্যাত্রয় পারভিন সুলতানা পাপিয়া, শবনম সুলতানা অনিমা, আফরোজা সুলতানা তৃপ্তি ।
কবি আলাউদ্দিন গাজী চাকরিসূত্রে ১৯৬১ থেকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অনেক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। দীর্ঘ কর্মজীবনের সাথে তবলা শিক্ষক ও বাদক হিসেবে বুলবুল একাডেমী অব ফাইন আর্টস (বাফা), নজরুল একাডেমী, আলতাফ মাহমুদ সংগীত নিকেতনের সঙ্গে যুক্ত ছিলেন। দুই বাংলার বহু বিখ্যাত শিল্পীদের সঙ্গে তবলা বাঁজাবার পরম সৌভাগ্য হয়েছিল তাঁর। বর্তমানে তিনি অবসর জীবন-যাপন করছেন। পাশাপাশি মনের যতো অব্যক্ত বেদনা ও সুখ প্রকাশের জন্য সাহিত্যকে বাহন করে নিয়েছেন। কবিতা, গল্প, ছড়া, নাটক, একাঙ্কিকা, গান, রম্যরচনা, রাজনৈতিক ভাষ্য ও বিশ্বের খ্যাতনামা লেখকদের লেখা বিশেষ করে কবিতা অনুবাদ করে চলেছেন।
কবি আলাউদ্দিন গাজী এখনো তরুণদের চেয়ে তরুণ। অদম্য সাহসী এই কবি নিয়মিত লিখে চলেছেন। লেখাই তাঁকে বাঁচিয়ে রেখেছে বলে তিনি মনে করেন। তাঁর লেখা বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও সাময়িকীতে নিয়মিত ছাপা হচ্ছে। এ পর্যন্ত তাঁর ‘পারিজাত’, ‘অন্তরলোকে’, ‘কাঁচ ভাঙা জানালা’ ও ‘সরল রেখায় দাঁড়িয়ে’ চারটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। শিশুদের প্রতি নিষ্পাপ ভালবাসা ও কিছু স্মৃতিচিহ্ন রেখে যাওয়ার তাগিদে ‘ইলিয়া ও টুনটুনি’ গ্রন্থটি লিখেছেন তিনি। তিন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আজীবন সদস্য।

 তথ্যসূত্র: ২০১৯  সালে প্রকাশিত  ‘সরল রেখায় দাঁড়িয়ে’ গ্রন্থ থেকে সংকলিত।