মোহাম্মদ রেজওয়ানউল হক

প্রথম পাতা » জীবনী » মোহাম্মদ রেজওয়ানউল হক


 মোহাম্মদ রেজওয়ানউল হক

মোহাম্মদ রেজওয়ানউল হক ১৯৪৩ সালের ২ জানুয়ারি খুলনা শহরের টুটপাড়া মহল্লায় জন্মগ্রহণ করেন। লেখকের পিতৃকুলের বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় অবস্থিত শুভদিয়া ইউনিয়নের দেয়াপাড়া গ্রামে। মাতৃকুলের বাড়ি খুলনা শহরের টুটপাড়া ও মিয়াপাড়া মহল্লায় । ১৯৫৭ সালে খুলনার সেন্ট জোসেফস হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করে তিনি খুলনার বি এল কলেজে ঐ একই সালে ভর্তি হন। বি এল কলেজ থেকে আই এস সি ও বি এস সি পাস করে ১৯৬২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৬৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে এমএসসি পাস করেন। ১৯৬৫ সাল থেকে কিছুদিন তিনি পাকিস্তান কেন্দ্ৰীয় সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন ঢাকায় সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরিজে কেমিক্যাল এক্সামিনার হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে তদানীন্তন পূর্ব পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৬৮ সালে লেখক ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে যোগদান করেন । ১৯৭৪ সালে তিনি ঢাকা সদর (দক্ষিণ) মহকুমার মহকুমা প্রশাসক, ১৯৮১ সালে তিনি ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক এবং ১৯৮৪ সালে তিনি নবসৃষ্ট বাগেরহাট জেলার প্রথম জেলা প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন । নবসৃষ্ট বাগেরহাট জেলায় অনেক গঠনমূলক কার্যক্রম হাতে নিয়ে তাকে সম্পন্ন করতে হয়েছে। এরপর তিনি বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব, মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, রাজশাহী বিভাগের কমিশনার, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে সর্বশেষ বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব পদ হতে ২০০১ সালে অবসর গ্রহণ করেন।তার লেখা বই- বিবর্তিত বাগেরহাট।

তথ্যসূত্র: .২০২২  সালে প্রকাশিত  ‘বিবর্তিত বাগেরহাট’  গ্রন্থ থেকে সংকলিত।