ড. মোহাম্মদ জহুরুল ইসলাম

প্রথম পাতা » জীবনী » ড. মোহাম্মদ জহুরুল ইসলাম


ড. মোহাম্মদ জহুরুল ইসলাম

১৯৭৪ সালে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার অন্তর্গত সানন্দবাড়ীতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন । তার পিতার নাম আবদুর রাজ্জাক সরকার, মাতার নাম জোহরা খাতুন। পিতা একজন সাবেক চেয়ারম্যান, সমাজসেবক এবং আধুনিক সানন্দবাড়ীর প্রতিষ্ঠাতা হিসেবে সুপরিচিত। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স), এমএ ডিগ্রী (১৯৯৯) এবং পিএইচডি ডিগ্রী (২০১৮) অর্জন করেন। তিনি ২০০৫ সালে বিসিএস (শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা হিসাবে সরকারি চাকুরিতে যোগদান করেন। বর্তমানে তিনি সহযোগী অধ্যাপক (ইতিহাস), বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (মাউশি), ঢাকায় কর্মরত রয়েছেন। স্থানীয় ইতিহাসচর্চাকে ভালবেসে তিনি বগুড়া জেলা গেজেটিয়ার এর দুটি কনটেন্ট রচনা এবং সম্পাদনা পরিষদের অন্যতম সদস্য হিসেবে কাজ করেছেন। ইতোমধ্যে তার প্রকাশিত ‘স্বাধীনতা যুদ্ধে বৃহত্তর বগুড়া, ‘বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি’ গ্রন্থ দুটি ইতিহাসবিদদের মনোযোগ আকর্ষণ করেছে। এছাড়া তিনি বহু সাময়িকী, পত্র-পত্রিকায় ইতিহাসভিত্তিক প্রবন্ধ লিখেছেন ।

তথ্যসূত্র: .২০২২ সালে প্রকাশিত  ‘১৯৭১ সালে পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু’   গ্রন্থ  থেকে সংকলিত।