এ আর জসিম খান

প্রথম পাতা » জীবনী » এ আর জসিম খান


এ আর জসিম খান

১৯৭৯ খ্রিষ্টাব্দে পহেলা জানুয়ারি ব্রাহ্মণবাড়ীয়া
জেলার নবীনগর থানাধীন কৃষ্ণনগর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । তার পিতা সাধক হযরত ইসমাঈল শাহ্ (রহ:) এবং মাতা মোসাঃ পেয়ারা খানম । চার ভাই এবং তিন বোনের মধ্যে তিনিই জৈষ্ঠ্য । তার পিতৃকুলে ফকির লাল মাহমুদ খাঁ এবং মাতৃকুলে সাধক ফকির আফতাবউদ্দিন খাঁ ও সূর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব হলেন বিশেষ প্রথিতযশা ব্যক্তিত্ব। শৈশবকাল থেকেই পড়াশুনার পাশাপাশি পারিবারিক বলয়ে আধ্যাত্ম ও সূর সঙ্গীতের প্রতি বিশেষ অনুরাগ পরিলক্ষিত হয় । এরই ধারাবাহিকতায় সুরকার, গীতিকার এবং সূফীতত্ত্বের গায়ক হিসেবে দেশব্যাপি খ্যাতি লাভ করেন । ঐশী-টানে হাদিউল ইমাম সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী হুজুর কেলাজানের নিকট ২০০২ খ্রিস্টাব্দে বায়াত গ্রহণ করেন । তিনি সাধনায় ব্রত হয়ে আল্লাহ্-রাসুল (সাঃ) ও মোর্শেদ প্রেমাকর্ষণে আধ্যাত্মবাদের বিভিন্ন কালজয়ী ভাবসঙ্গীত ও বিবিধ রচনার মাধ্যমে আশেকী হৃদয়ে প্রেমভাব জাগরণে এক মহতি প্রয়াস চালিয়ে যাচ্ছেন ।
তিনি যেন আজীবন এ মহতি প্রচেষ্টার মাধ্যমে সার্বজনীন হৃদয়ে ঐশীভাব জাগিয়ে উদ্বেলিত করতে পারেন, মহান দয়াময়ের সমীপে তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

তথ্যসূত্র .২০২৩ সালে প্রকাশিত নূরময় সওা নয় নিরাকার  গ্রন্থ থেকে সংকলিত।