সালাউদ্দিন বাদল

প্রথম পাতা » জীবনী » সালাউদ্দিন বাদল


সালাউদ্দিন বাদল

সালাউদ্দিন বাদলের জন্ম ১৯৫২ সালের ১৩ নভেম্বর। বাবা মরহুম শফিউদ্দিন আহম্মেদ একজন সফল আইন ব্যবসায়ী ও মা উম্মে সালেমা খাতুন একজন স্কুল শিক্ষিকা ছিলেন। জন্ম বিক্রমপুরের আবদুল্লাহপুরে। বসবাস করেন ঢাকার ওয়ারীতে নিজ বাসভবনে।
সালাউদ্দিন বাদল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের জীবন থেকেই সাহিত্য, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত করেন । তিনি অনেক সঙ্কলন ও বই সম্পাদনা করেছেন । তিনি একসময় বাংলাদেশ বেতারের স্টাফ আর্টিস্ট ছিলেন। সে সময় তিনি নাটকে অভিনয় ও সংবাদ পাঠ করেছেন। শিক্ষার্থীদের আসর, চিঠির জবাব ও নবীন কণ্ঠ অনুষ্ঠান পরিচালনা করেন। রাজনীতিও তাঁর কলেজ জীবন থেকে শুরু । মতলব কলেজ ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। ঊনসত্তরের গণআন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। এভাবে একদিন তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের সমাজ কল্যাণ, প্রচার, দপ্তর ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নানা সময়ে তাঁর কাজে যেমন তাঁকে রাজনীতিবিদে পরিণত করেছে, তেমনি জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যাজোট, আওয়ামী শিল্পীগোষ্ঠীর সভাপতি হিসেবে এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও তাঁর উজ্জ্বল ভূমিকা স্পষ্ট। মানবসেবা ও শিক্ষার প্রসারে তিনি একজন অনুভূতিশীল ও নিবেদিত মানুষ। জাতির প্রতিটি ক্রান্তিলগ্নে যেমন ‘৬৯’ ‘৭০’ ‘৭১’ ‘৭৫’ পরবর্তী সময়, ‘৯০’ -এ তাঁর সংগ্রামী উপস্থিতি আমরা রাজপথে, মঞ্চে দেখেছি । জনতার মঞ্চে অনুষ্ঠান পরিকল্পনায় ও পরিচালনায় তাঁর বিরাট ভূমিকা ছিল। অশুভ শক্তির সাথে তিনি কখনো আপোস করেন নি। সোনার বাংলাদেশের স্বপ্ন ও স্বাধীনতার চেতনা তাঁকে এগিয়ে যেতে উজ্জীবিত করে। মানবকল্যাণ ও রাজনীতিতে আজও তিনি উজ্জ্বল ভূমিকা রাখছেন।

তথ্যসূত্র .২০২৩ সালে প্রকাশিত ভালোবাসার কবিতা  গ্রন্থ থেকে সংকলিত।