মেঘলা জান্নাত

প্রথম পাতা » জীবনী » মেঘলা জান্নাত


মেঘলা জান্নাত

সাহিত্য-সংস্কৃতিচর্চায় আশৈশব.. ছড়াকার, কবি, গল্পকার, আবৃত্তিশিল্পী, গীতিকার, উপস্থাপক এবং একজন নৃত্যশিল্পী। ময়মনসিংহ শহরের মাতুলালয়ে ৫ সেপ্টেম্বর,১৯৮৭ জন্ম গ্রহন করেণ। কবি জি এম হামিদ আল মুজাদ্দেদী এবং কবি রায়ছা সুলতানা লাকী’র প্রথম সন্তান। এক সন্তানের জননী, স্বামী কবি ফিরোজ আহম্মেদ। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে ২০১৮তে কৃতিত্বের সঙ্গে মাস্টার্স শেষ করে বর্তমানে তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের একজন প্রভাষক হিসেবে কাজ করছেন। কবি মেঘলা জান্নাতের একক গ্রন্থ-৪টি, যৌথগ্রন্থ-৭০টি ও সম্পাদিত-৬টি। জাতীয় দৈনিকসহ, কোলকাতার বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকায় এবং বিভিন্ন অনলাইন পত্রিকাতেও কবির লেখা প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি বিভিন্ন সাহিত্য সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে বাংলা সাহিত্যে- কবি তাঁর নিরলস চর্চা চালিয়ে যাচ্ছেন।

তিনি ভিন্নমাত্রা পত্রিকার সহ সম্পাদক এবং ভিন্নমাত্রা মিডিয়া ভিশনের- নির্বাহী পরিচালক, বিএন এন ৯২ ডট কম এর সহ পরিচালক, বাংলাদেশ আধ্যাত্বিক সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক, শিশু সংগঠন চাঁদের হাট (উত্তরা শাখার সাধারণ সম্পাদক), এটিএন বাংলা ও বেশ কিছু চ্যানেলে কাজ করার পাশাপাশি ‘এশিয়ান সাহিত্য পরিষদ” এর সাহিত্য সম্পাদক হিসেবে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন । একাধারে ফেইসবুকের বেশ কয়েকটি গ্রুপের এডমিন হিসেবে কাজ করছেন। এছাড়া ফেসবুকের প্রথম নারীদের গ্রুপ “মহারাণীদের হিজিবিজি’ সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন এই বহু মুখি প্রতিভাধর মেঘে ঢাকা নূর-ই -জান্নাত ।

তথ্যসূত্র .২০২২  সালে প্রকাশিত  দশ প্রহরের কাব্য গ্রন্থ থেকে সংকলিত।