সাখাওয়াত হোসেন

প্রথম পাতা » জীবনী » সাখাওয়াত হোসেন


সাখাওয়াত হোসেন

১৯৯৮ সালের ৫ই মে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা পানাউল্লারচর গ্রামে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মো: হানিফ মিয়া ও মাতা মোছা: কবি বেগম এর দ্বিতীয় সন্তান তিনি। ২০১৪ সালে এসএসসি আফছর উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে, ২০১৬ সালে এইচএসসি সরকারী হাজী আসমত কলেজ থেকে পাশ করেন। বর্তমানে নরসিংদী সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অর্নাস পড়ুয়া একজন ছাত্র । বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ আর কবির সরল জীবনযাপন পাশাপাশি মানুষের ধ্যান-ধারণার উপর কবির তীক্ষ্ণ অনুভবের দৃষ্টি পড়াতে কবির কবিতা লেখার প্রতি তুমুল আগ্রহ দিনদিন বেড়েই চলেছে।
9
শখ : অত্যাধিক ভ্রমণ করা, ভালোবাসেন একা একা হাঁটতে ঘুড়ি ওড়াতে, বই পড়তে, রবীন্দ্র সংগীত শুনতে ও বৃষ্টিতে ভিজতে। ছিপ নিয়ে মাছ ধরা তার ভীষণ প্রিয় কাজ, সাঁতার কাটা কবির শখের মধ্যে অন্যতম একটি। কবি বলেন, কবিদের শখের শেষ নেই তারা কখনো কখনো মৃত্যুকেও শখ হিসেবে বাছাই করে নেয় ।
কবিতার মাধ্যমে মানুষকে নতুনভাবে বাঁচতে শেখানো কবির মূল উদ্দৈশ্য। তিনি বিভিন্ন অনলাইন প্লাটফর্মে লেখালিখিতে লেখার যাত্রা শুরু এবং ব্যাপক সাড়া জাগিয়েছেন কবিতাপ্রেমী পাঠকের মনে। এটি তার প্রথম সন্তান আশাবাদী তার এই প্রথম সন্তান সকল পাঠকের মন জয় করে পাঠকের ঠোঁটের ডগাতে ঘর বাঁধবে। কবি নিজ থেকে কখনো কবি বলে দাবি করেন না তবুও তিনি মৃত্যুর আগপর্যন্ত কবিতা লিখেই জীবনের ইতি টানতে চান ।

তথ্যসূত্র: .২০২৩ সালে প্রকাশি   ’প্রকাশিত প্রথম প্রহর’   গ্রন্থ থেকে সংকলিত।