নাজিয়া আফরিন
প্রথম পাতা » জীবনী » নাজিয়া আফরিন১৩ই নভেম্বর ১৯৮৮ ইং খ্রিষ্টাব্দে ঢাকা জেলার মিরপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিষয়ে বিএসসি (অনার্স) ও এমএসসি (মাস্টার্স) করেন এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে গভর্নেন্স ও ডেভেলপমেন্ট স্টাডিজ এ ডাবল মাস্টার্স করেন। কলেজ প্রভাষক নিবন্ধন পাস করে কলেজ প্রভাষক হিসেবে চাকুরি জীবন শুরু করেন, কিন্তু পরবর্তিতে সমাজের অবহেলিত মা ও শিশু স্বাস্থ্য, পুষ্টি নিয়ে কাজ করার লক্ষ্যে ডেভেলপমেন্ট সেক্টরে যোগদান করেন। ছাত্রজীবন থেকেই তিনি লেখাপড়ার পাশাপাশি নানাবিধ সামাজিক, সাংস্কৃতিক ও খেলাধূলা বিষয়ে পুরস্কারে ভূষিত হয়েছেন। তাঁর পিতামাতা দু’জনে শিক্ষকতা পেশায় ছিলেন। ছেলেবেলা থেকেই তাঁর লেখায় হাতেখড়ি, সেই থেকে আজ অবধি লেখাপড়া বিষয়ক যে কোন সমস্যায় তাঁর বিদুষী মা সবসময় পাশে থেকে সহযোগিতা করেছেন। বিয়ের পর তাঁর স্বামী তাকে সাহিত্য চর্চায় অনুপ্রেরণা দিয়ে আসছেন। তিনি কোলকাতার সাহিত্য বিষয়ক ‘দেশ’ পত্রিকায় নিয়মিত লিখেন। এছাড়া বিভিন্ন ম্যাগাজিন ও দেশীয় পত্রিকাতেও তাঁর লেখা বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে। ২০২০ ইং সালে ‘বিশ শব্দের গল্প’ নামক নির্বাচিত গল্প সংকলন-১ এ তাঁর লেখা ১০টি গল্প প্রকাশিত হয়েছে। তাঁর লেখায় মানবজীবনের নানা আবেগ ও টানাপোড়েনের গল্প খুবই সরল ও স্পষ্ট হয়ে ফুটে ওঠে। তিনি সবসময় সৃষ্টিকে ভালোবেসে মানবিক মানুষ হয়ে থাকতে চান।
তথ্যসূত্র: .২০২২ সালে প্রকাশিত ‘ অনুভবের অনুভূতি; গ্রন্থ থেকে সংকলিত।