মাহীরা ফারহীন
প্রথম পাতা » জীবনী » মাহীরা ফারহীনজন্ম ২৯ জানুয়ারি, ঢাকায়।
বাবা আজিজুল বারী। ক্রীড়া জগতের সফল মানুষ। মা মুনিরা সুলতানা- পুরোপুরি গৃহিণী।
মাহীরা ছোটবেলা থেকে বইয়ের পোকা । দেশবিদেশের বই পড়ায় প্রচণ্ড আগ্রহ। বই পেলে
নাওয়া-খাওয়া ভুলে যায়।
বই পড়তে পড়তে লেখালেখির ভুতটা তাকে পেয়ে বসে। ফিকশন, ফ্যান্টাসি, এডভেঞ্চার আর রহস্য- এসব লেখা তাকে আকর্ষণ করে ।
‘ভিনজেল মিউনিথ এবং এসকোসেন সান তলোয়ার’- তার লেখা প্রথম কিশোর ফ্যান্টাসি । মেধাবী মাহীরা ফারহীন ন্যাশনাল আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণিতে পড়ছে। পড়াশোনার পাশাপাশি এই ক্ষুদে লেখক নিয়মিত লেখালেখিটাও চালিয়ে যেতে চায়।
তথ্যসূত্র: .২০২২ সালে প্রকাশিত ‘ কিশোর ফ্যান্টাসি ‘ভিনজেল মিউনিথ এবং এসকোসেন সান তলোয়ার’ গ্রন্থ থেকে সংকলিত।