আশনা হাবিব ভাবনা
প্রথম পাতা » জীবনী » আশনা হাবিব ভাবনাভ্যার্সাটাইল প্রতিভার অধিকারী শিল্পী আশনা হাবিব ভাবনা। স্কুলে যাওয়ার আগেই তার নাচে এবং বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের হাতেখড়ি হয়। তারপর তার মায়ের প্রবল উদ্যমে সমগ্র স্কুল, কলেজ জীবনে নাচ হয়ে ওঠে তার সার্বক্ষনিক সঙ্গী। স্কুলে থাকতেই আরম্ভ করেন টেলিভিশন নাটকে অভিনয় । এরপর একে একে টেলিভিশন, সিনেমা, বিজ্ঞাপন, ওটিটি মাধ্যমে প্রবল প্রতাপের সংগে অভিনয় করে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে তার আঁকা ছবি দেখে নড়েচড়ে বসেছেন তার ভক্ত অনুরাগীরা। শৈশব শৈশব থেকে পত্র-পত্রিকায় লেখালেখি করলেও প্রায় বছর ছয়েক যাবত প্রত্যেক বইমেলায় তিনি উপন্যাস এবং কবিতার বই প্রকাশ করে আসছেন। এ পর্যন্ত তার লেখা উপন্যাস গুলো হলো গুলনেহার, গোলাপী যমিন এবং তারা। আর ২০২১ সালে — রাস্তার ধারের গাছটির কোন ধর্ম ছিলো না’ নামে প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ করেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাজ সচেতনতা এবং নারী অধিকার বিষয়ে সক্রিয় মতামত প্রদান করেন তিনি। তার লেখায় মূলত তার ব্যক্তিগত অনুভুতি এবং নারীর জীবন প্রবাহ উঠে আসে আপন খেয়ালে। রাইফেলস পাবলিক স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করার পর তিনি ইউনিভার্সিটি অব গেন্ডার্স (লন্ডন) থেকে স্নাতক সম্পন্ন করেন। বর্তমানে ধানমন্ডিতে বসবাসরত এই শিল্পী ব্যক্তিজীবনে সার্বক্ষনিক শিল্প চর্চায় ব্যস্ত সময় পার করছেন।
তথ্যসূত্র .২০২৩ সালে প্রকাশিত ডানপন্থী কবিতারা গ্রন্থ থেকে সংকলিত।