আজিজুল আম্বিয়া

প্রথম পাতা » জীবনী » আজিজুল আম্বিয়া


আজিজুল আম্বিয়া

মৌলভিবাজার জেলার রাজনগর থানার অন্তর্গত ধাইসার গ্রামের সম্ভ্রান্ত একমুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । পিতা: মৃত আব্দুল হাদী মাস্টার, মাতা: মৃত রহিমুন্নেছা জায়গীরদার । ছোটবেলা থেকে লেখালেখির হাতেখড়ি হলেও দেশপ্রেম, রাজনৈতিক ও মানবিক চেতনাবোধ থেকে বর্তমানে নিরন্তর লিখে যাচ্ছেন । তিনি (বাংলা ভাষা ও সাহিত্যে) স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া সাহিত্য ও সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কাজও করে যাচ্ছেন ।
পেশাগত জীবনে লন্ডন প্রবাসী হয়েও দেশমাতৃকার প্রণয় টানে তার কলম থেমে থাকেনি।
এছাড়াও ব্যবসার পাশাপাশি বর্তমানে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাব-এর (সাধারণ সম্পাদক), বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, দৈনিক পূর্ববাংলা পত্রিকার (যুগ্ম সম্পাদক), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান যুক্তরাজ্য কমান্ড-এর (সদস্য সচিব), রিলাক্স রেডিও-এর (উপস্থাপক), অনলাইন নিউজপোর্টাল ‘আজকের সিলেট ডটকম’-এর (ব্যবস্থাপনা সম্পাদক), ইউকে বাংলা প্রেস ক্লাব-এর (সহ-সাধারণ সম্পাদক), জিরেনিয়াম স্কুল এন্ড কলেজ মৌলভীবাজার-এর (ডাইরেক্টর), বিশ্বকবি মঞ্চের (কোষাধ্যক্ষ), লন্ডন মহানগর যুবলীগ-এর (সহ-সভাপতি) এবং সাবেক বাংলাদেশ ছাত্রলীগ হাজি সালামত স্মৃতি উচ্চ বিদ্যালয় শাখার (সভাপতি), মৌলভীবাজার রাজনগর থানা শাখার (যুগ্ম আহ্বায়ক), মৌলভীবাজার জেলা ছাত্রলীগের (সদস্য), মৌলভীবাজার জেলা সুহৃদ সমাবেশ-এর (সাধারণ সম্পাদক) এবং লন্ডন মহানগর ছাত্রলীগ-এর (ভারপ্রাপ্ত সভাপতি) হিসেবে প্রতিটি দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছেন ।
এছাড়াও তিনি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের কবিদের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘মেঘে মেঘে ভালোবাসা’, ‘দাঁড়াও সমূহ বিষাদ’ ‘ভালোবাসার কবিতা’ এই তিনটি কাব্যগ্রন্থও সম্পাদনা করেন । অমর একুশে গ্রন্থমেলা ২০২১-এ প্রকাশিত হয়েছে ‘ভালোবাসার স্বপ্নবিলাস’।

তথ্যসূত্র: .২০২১ সালে প্রকাশিত   ’মুজিব দ্য গ্রেট’  গ্রন্থ থেকে সংকলিত।