ম. জয়নুল আবেদীন রোজ
প্রথম পাতা » জীবনী » ম. জয়নুল আবেদীন রোজজন্ম সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় ৷ তিনি পড়ালেখার পাশাপাশি নানামুখী কাজ ও ব্যবসার প্রসারে ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করেন । তিনি মাতৃভাষা বাংলা ছাড়াও ইংরেজি, ইতালি, জার্মান, হিন্দি ও উর্দু ভাষায় কথা বলতে পারেন। তিনি প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় শখ করে কবিতা লেখা শুরু করেন। এসএসসি পাশের পরে তিনি ঢাকায় লেখাপড়া শুরু করেন । সেসময় তিনি ঢাকায় নিয়মিত মঞ্চনাটকে অভিনয় করতেন। ছাত্রাবস্থাতেই তাঁর লেখা বিভিন্ন পত্রপত্রিকা ও যৌথ কাব্যগ্রন্থে প্রকাশিত হতে থাকে । ২০১৮ সালের ফেব্রুয়ারির বইমেলায় ‘আঁধার জলে’ নামক তাঁর একটি একক কাব্যগ্রন্থ এবং ২০১৯ সালে লন্ডনের বইমেলা উপলক্ষে ‘ভালোবাসার অনুভূতি’ নামক আরো একটি একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। তাঁর সম্পাদিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ- মুজিব দ্য গ্রেট, দ্রোহে দৃপ্ত পদাবলী, আলো ভাঙার খেলা । এছাড়া অসংখ্য যৌথ কাব্যগ্রন্থে তাঁর কাব্য প্রকাশিত হয়েছে। ক্যানভাস, শ্রাবণের আনকোরা পঙ্ক্তিমালা, হৃদয়ের কাব্য ভেলা, আলোকিত প্রভাত, কাব্যছায়া ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি ছাত্রাবস্থায় শখের সাংবাদিকতা করে থাকলেও পরবর্তীতে একটি জাতীয় সাপ্তাহিকে নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন । বর্তমানে তিনি একটি অনলাইন পত্রিকা ‘দৈনিক আলো’-এর নির্বাহী সম্পাদক, অনলাইন টেলিভিশন ‘সিএনবাংলা টেলিভিশন’-এর যুক্তরাজ্য ব্যুরো প্রধান এবং যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভাপতি, সর্ববৃহৎ সাহিত্য গ্রুপ ‘কাব্য পরিবার’-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি সপরিবারে গ্রেট ব্রিটেনের লন্ডন শহরে বসবাস করছেন । তিনি বাংলাদেশের বিখ্যাত ওয়ান আইডিয়াল হোমস লি. এবং ওয়ান আইডিয়াল এগ্রো লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর। দেশের দরিদ্র ও অসহায় মানুষের সাহায্যার্থে এবং নির্যাতিত সাংবাদিকদের সহায়তায় তিনি সর্বদা কাজ করে চলেছেন । ধর্মপ্রাণ কবি ২০০৯ সালে হজ্জব্রত পালন করেন । তিনি তিন সন্তানের জনক । তাঁর স্ত্রী শিলা আবেদীন একজন নাট্যকর্মী ও সাংবাদিক। বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।
তথ্যসূত্র: .২০২১ সালে প্রকাশিত ’মুজিব দ্য গ্রেট ‘ গ্রন্থ থেকে সংকলিত।