মোঃ সিদ্দিকুল আলম

প্রথম পাতা » জীবনী » মোঃ সিদ্দিকুল আলম


মোঃ সিদ্দিকুল আলম

মোঃ সিদ্দিকুল আলম: পিতা: মোঃ সামসুল আলম, মাতা: পেয়ারা বেগম । জন্ম: ৩১-১২-১৯৭৭, ঢাকার মিরপুরে। যদিও গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার তুলাচারা গ্রাম; তবু জন্মের পর থেকে শৈশব-কৈশোর পেরিয়ে আজ পর্যন্ত মিরপুরেই বসবাস । ঢাকার মিরপুরের ‘হযরত শাহ আলী মডেল হাই স্কুল’ থেকে ১৯৯২ সালে এসএসসি, ১৯৯৪ তে ‘সরকারী বাংলা কলেজ’ থেকে এইচএসসি, এরপর ‘জাতীয় বিশ্ববিদ্যালয়’ থেকে ম্যানেজমেন্ট-এ মাস্টার্স। পড়াশোনার পাট চুকিয়ে একজন বিক্রয়কর্মী হিসেবে পেশাগত জীবনের শুরু। নানান চড়াই উতরাই পেরিয়ে আজ বিক্রমপুর প্লাস্টিক নামে একটি কোম্পানিতে সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং) হিসেবে কর্মরত। ব্যক্তি জীবনে ছেলে আহনাফ তাহমিদ অয়ন, মেয়ে সাফওয়ানা সামলিনা অহনা আর স্ত্রী সাবিনা ইয়াসমিন ও মাকে নিয়ে সংসার। গান শোনা, বন্ধুদের সাথে আড্ডা আর ঘুরে বেড়ানো এই তিনটি খুব প্রিয় শখ ।


তথ্যসূত্র:
২০২১  সালে প্রকাশিত  ‘কোন আগুনে পুড়ি আমি’  গ্রন্থ থেকে সংকলিত।