অয়ন শাহ্

প্রথম পাতা » জীবনী » অয়ন শাহ্


অয়ন শাহ্’

অয়ন শাহ্’র জন্ম ৩১ ডিসেম্বর, ১৯৯৯ নেত্রকোনা জেলার কেন্দুয়ায় । পিতা এমরান হক শাহ্, মাতা উম্মে সুলতানা খানম ।
মাধ্যমিক শেষ হয় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবং উচ্চ মাধ্যমিক ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে স্নাতক দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।
কলেজে পড়াকালীন ময়মনসিংহে নাট্যলোক সম্প্রদায় নামে একটি থিয়েটার সংগঠনের সাথে কাজ শুরু হয়। আড়ম্বর নামে মাসিক সাহিত্য পত্রিকায় প্রথম একটি ছোট গল্প বিশেষ সম্মাননা পায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাধ সাহিত্যের ছোট কাগজের একটি প্রতিযোগিতায় একটি কবিতা প্রথম স্থান অর্জন করে।

তথ্যসূত্র .২০২৩ সালে প্রকাশিত  বেদনা এক বিশুদ্ধ আফিম   গ্রন্থ থেকে সংকলিত।