হুমায়ুন কবীর

প্রথম পাতা » জীবনী » হুমায়ুন কবীর


 হুমায়ুন কবীর

জন্ম: ১৯৬৮ সালে ১০ জুলাই পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী গ্রামে মৃধা বাড়িতে। মোঃ হুমায়ুন কবীর, পিতা- মরহুম মোঃ নাজেম আলী মৃধা, মাতা- মরহুমা নূরজাহান বেগম, চাচা বীরমুক্তিযোদ্ধা মোঃ আলতাফ হোসাইন মৃধা। স্ত্রী- দু’কন্যা সন্তানের জনক। ১৯৭৩ কঁচিকাঁচার সদস্য। সাংবাদিক, কলামিস্ট, সংগঠক, দারুশিল্পী, প্রচ্ছদ শিল্পী। ১৯৮৭ তে কবিতা পরিষদ ‘অনুপ্রাসে’ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে। ১৯৯১-এ কবীর লাইব্রেরির সত্বাধিকারী। নারায়ণগঞ্জ ক্রিয়েটিভ গ্রাজুয়েট্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাধারণ সম্পাদক। ১৯৯৬ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক ও নজরুল গবেষণায় নিয়োজিত। জাতীয় লেখক কল্যাণ পরিষদের স্থায়ী পরিষদের সদস্য, ঢাকা জামিয়াতুল আবরারের আজীবন সদস্য। উপদেষ্টা বরিশাল মুক্তমনা সাহিত্য একাডেমি। শখ বই পড়া ও ভ্রমণ করা। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১০টি। ১৯৯৫ সালে জাতীয় সাহিত্য পরিষদ টাঙ্গাইল শ্রেষ্ঠ লেখকের পুরষ্কার । মানবকল্যাণ পরিষদ লেখক প্রশংসাপত্র- ২০১৩। জাতীয় লেখক কল্যাণ পরিষদ সংবর্ধনা-২০১৪ । নজরুল স্মৃতি সংসদে শ্রেষ্ঠ সংগঠক ও নজরুল গবেষক হিসেবে সংবর্ধনা। ৫০তম জন্মবার্ষিকী উৎযাপন ও নাগরিক সংবর্ধনা, নারায়নগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ১০ জুলাই ২০১৮। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য গুণী গবেষক ও লেখক হিসেবে গুণীজন সম্মাননা প্রাপ্তি ১৮ জানুয়ারি-২০২০ চট্টগ্রাম কালচারাল পার্ক। নজরুল গবেষণায় শেরেবাংলা এ. কে ফজলুল হক পদক প্রাপ্তি- ২০২২। কোয়ান্টাম গ্রাজুয়েট। বর্তমানে নারায়ণগঞ্জের স্থায়ী বাসিন্দা ।

তথ্যসূত্র .২০২৩ সালে প্রকাশিত অশান্ত অবুঝ মন  গ্রন্থ থেকে সংকলিত।