জিনিয়া ফেরদৌস রুনা

প্রথম পাতা » জীবনী » জিনিয়া ফেরদৌস রুনা


 জিনিয়া ফেরদৌস রুনা

জিনিয়া ফেরদৌস রুনার জন্ম বৃহত্তর যশোর জেলার নড়াইলে। মধুমতি নদীর গ্রাম ইতনায়। পিতা জলিলুর রহমান মুক্তিযুদ্ধকালীন সময়ে ভারতে ফ্রিডম মার্চ অর্গানাইজেশন-এর সেক্রেটারি ও আইনজীবী ছিলেন। মাতা জায়েদা খাতুন প্রধান শিক্ষয়ত্রী, লেখক ও সমাজসেবক। যশোর থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সমাপ্ত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেছেন। লেখালেখির হাতেখড়ি শৈশবে। কবিতা, ছোটগল্প, রম্য রচনা, নাটক ছাড়াও চিত্রনাট্য লিখেছেন। লেখার সাথে সাথে মঞ্চ ও টেলিভিশনে অভিনয়, উপস্থাপনা, পরিচালনা করেন। বর্তমানে আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক হিসেবে গণমাধ্যম, সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত কাজ করছেন। শিশু-কিশোরদের আবৃত্তি, নাটকে অভিনয় প্রশিক্ষণ, কিশোরদের মানসিক বিকাশের নিমিত্তে সভা, সেমিনার, শিল্পীর শারীরিক ও মানসিক প্রস্তুতি ছাড়াও সমাজ সচেতনতামূলক ডকুমেন্টারি নির্মাণের কাজ করছেন থিয়েটার অ্যান্ড মিডিয়া ফাউন্ডেশন, ভিজ্যুয়াল নেটওয়ার্কসহ বিভিন্ন সংগঠনে। ‘জীবনের সাথে সংস্কৃতি শ্লোগানকে ধারণ করে তিনি করোনাকালীন বদ্ধ সময়েও অনলাইন অনুষ্ঠানে দর্শনীর বিনিময়ে বা উন্মুক্ত সংস্কৃতি চর্চা অব্যাহত রেখেছেন যা সুধিমহলে প্রশংসিত হয়েছে। তাঁর দ্বৈত আবৃত্তির অ্যালবাম ‘বাঁশি ও বাঁশিওয়ালা’ ব্যাপক প্রশংসিত হয়েছে। আবৃত্তি ও লেখার জন্য পেয়েছেন সম্মাননা। সংস্কৃতির সব শাখাতেই এই গুণী শিল্পীর সহজ বিচরণ রীতিমত চোখে পড়ার মত। শিল্প-সাহিত্যের প্রতি অগাধ নিবেদনে তিনি জীবনের সাথে সংস্কৃতিকেই বেঁধে রেখেছেন নিবিড়ভাবে। জীবনসঙ্গী নাট্যকার ও পরিচালক ফেরদৌস হাসান আর রায়ান, রাজ্য ও জল তাঁদের সন্তান । তিনি গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আজীবন সদস্য ।

তথ্যসূত্র .২০২৩ সালে প্রকাশিত মেঘবতী   গ্রন্থ থেকে সংকলিত।