কৌমুদী নার্গিস

প্রথম পাতা » জীবনী » কৌমুদী নার্গিস


কৌমুদী নার্গিস

জন্ম  ১৬ অক্টোবর, চুয়াডাঙ্গা জেলায় । স্কুল জীবন থেকে লেখালেখি শুরু।লেখালেখির পাশাপাশি ছবিও আঁকেন। বর্তমানে তিনি একজন দাবাড়ু। আন্তর্জাতিক রেটিং টুর্ণামেন্টে অংশগ্রহন করে থাকেন। বাংলাদেশ গেমস্ ২০১৩ তে অংশগ্রহন করেন। দেশ ভ্রমণ তাঁর অন্যতম নেশা। বাংলাদেশের পথে প্রান্তরে ঘুরে বেড়িয়েছেন লেখা ও ছবি আঁকার প্রচন্ড অনুভূতি নিয়ে। দেশের বাইরে বিশেষ করে বন্ধু রাষ্ট্র ভারতবর্ষে আনাচে কানাচে ভ্রমণ করেন। এছাড়াও
নেপাল ও বার্মা ভ্রমণ করেছেন।
রোমান্টিক কবিতার জন্য পদক প্রণেতা বিজ্ঞানী দিদার ইসলাম কর্তৃক মাগুরা জেলা থেকে ‘নবগঙ্গা সাহিত্য গোষ্ঠী’ স্বর্ণপদকে ভুষিত হন ২০১০ সালে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি থেকে ‘বৈশাখে রবীন্দ্র ভাবনা’ শীর্ষক পদক পান ২০১১ সালে। নারায়ণগঞ্জ লোকছড়া ফাউন্ডেশন থেকে ‘কলম সৈনিক সম্মাননা’ পদক পান ২০১৩। ‘বাংলা সাংস্কৃতিক কেন্দ্র’ হতে ‘কবি সম্মাননা’ পান ২০১৩। ‘ওয়ার্ল্ড থিংকারস রাইটার পিচমিট’ সম্মাননা পত্র পান ২০১৫ এস.আই.এস.আর. কলকাতা ভারত। ‘কুসুমের ফেরা সাহিত্য পত্রিকা’ আয়োজিত ‘ইলিশ ও পর্যটন সম্মাননা পদক’ পান ২০১৬ ডায়মন্ড হারবার প্রেসক্লাব, পশ্চিমবঙ্গ ভারত। ‘সাউথ এশিয়ান সুফি ফেস্টিভেল’ ২০১৬ রাজস্থান, ভারত। ‘আকাশ বাণী অল ইন্ডিয়া রেডিও’ সম্মাননা পান ২০১৬ কলকাতা ভারত। ‘মদনমোহন তর্কালঙ্কার কথাকৃতি’ সম্মাননা পান ২০১৬ কৃষ্ণনগর নদীয়া ভারত। সাগ্নিক সাহিত্য পদক পান ২০১৯ জোড়াসাঁকো, ঠাকুরবাড়ি, কোলকাতা,
ভারত ।
প্রকাশিত গ্রন্থঃ
অনন্ত রাতের প্রত্যাশায় (কবিতা - ২০০৮) চুম্বনের স্বাদ (কবিতা - ২০০৮)
-
কৃষ্ণ ভালবাসা (কবিতা - ২০১১) একদিন এক রাতে (কবিতা ২০১২)

- অন্ধ পিপীলিকা খোঁজে আগুনের ইতিহাস   (কবিতা ২০২২)