মুনা চৌধুরী

প্রথম পাতা » জীবনী » মুনা চৌধুরী


মুনা চৌধুরী

মুনা চৌধুরীর জন্ম ১৯৮০ সালে। জন্মস্থান চট্টগ্রাম। ব্যবস্থাপনা বিষয়ে তিনি উচ্চতর ডিগ্রি লাভ করেন। একাধারে তিনি কবি, বাচিক শিল্পী, সংগঠক এবং উপস্থাপিকা। একটি স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজে তিনি প্রায় ১৩ বছর শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন। নিয়মিত লেখালেখির পাশাপাশি তার রচিত কবিতা ও আবৃত্তি বিভিন্ন মহলে সমাদৃত। দেশ এবং দেশের বাইরে বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত তার লেখা প্রকাশিত হচ্ছে। ২০১৫ সালে চ্যানেল আই এ কর্মসূত্রের মাধ্যমে মিডিয়াতে তার পদচারণা শুরু হয়। বর্তমানে তিনি বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত সংবাদ পাঠক। এছাড়াও কবি মুনা চৌধুরী বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্ৰীয় উপকমিটির তথ্য গবেষণা বিভাগের সদস্য। আওয়ামী পরিবারে বেড়ে ওঠা মুনা চৌধুরী শৈশবকাল থেকে জাতির পিতার আদর্শে সোনার বাংলাকে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে প্রতিনিয়ত উন্নয়নমূলক কাজগুলোতে অবদান রাখছেন। তার প্রকাশিত অন্যান্য বইগুলো হলো- অদৃশ্য জল, সবুজ ভালোবাসা, অন্যপ্রেম, কুয়াশামাখা তৃষ্ণা। সৃষ্টিশীল মুনা চৌধুরী মনে করেন অবিরাম লেখার মাঝে যে আনন্দ ঝড় তিনি খুঁজে পেয়েছেন তা অন্যকিছুতে নেই।

তথ্যসূত্র: .২০২০  সালে প্রকাশিত  ‘কুয়াশামাখা তৃষ্ণা’  গ্রন্থ থেকে সংকলিত।