ড. আব্দুল্লাহ আল-মুতী শরফুদ্দীন (জীবনী)
প্রথম পাতা » জীবনী » ড. আব্দুল্লাহ আল-মুতী শরফুদ্দীন (জীবনী)বরেণ্য বিজ্ঞানী ও বিজ্ঞান বিষয়ক গ্রন্থের লেখক পাঠককে (বিশেষ করে শিশু-কিশোর পাঠক যারা) যদি জিজ্ঞেস করা হয় শিশুদের জন্য বিজ্ঞান বিষয়ক সাহিত্য রচনার ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী কে? অবশ্যই সমস্বরে উচ্চারণ হবে ড. আব্দুল্লাহ আল-মুতী শরফুদ্দীনের নাম। পাঠকদের কাছে তিনি আব্দুল্লাহ আল-মুতী নামেই পরিচিত। পাঠকের কাছে বিজ্ঞানের অনেক জটিল রহস্যময় ও অজানা দিককে তিনি আকর্ষণীয় ও সাবলীল ভাষায় তুলে ধরাতে সিদ্ধহস্ত। একাধারে তিনি একজন বিজ্ঞান লেখক, মনস্বী শিক্ষাবিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব। তবে তার কর্মজীবন শুরু হয়েছিল রাজশাহী কলেজে অধ্যাপনার মধ্য দিয়ে। এই মহান ও প্রতিভাবান মানুষটির জন্ম সিরাজগঞ্জ জেলার ফুলবাড়ি গ্রামে ১৯৬০ খ্রিস্টাব্দে। শিক্ষা, সাহিত্যে তাঁর অবদান যেমন, ঠিক তেমনি বিজ্ঞানী হিসেবেও বিজ্ঞান সাধনায় তার অবদান বলে শেষ করবার নয়। ছোটদের জন্য তাঁর লেখা বইগুলোর মধ্যে আয় বৃষ্টি ঝেঁপে, ফুলের জন্য ভালোবাসা, সাগরের রহস্যপুরী, জানা-অজানার দেশে, রহস্যের শেষ নেই, আবিষ্কারের নেশায়, অবাক পৃথিবী, এসো বিজ্ঞানের রাজ্যে ইত্যাদি উল্লেখযোগ্য। আব্দুল্লাহ আলমুতী মূলত পদার্থ বিজ্ঞানী। তবে গণিতের প্রতি যথেষ্ট তার অনুরাগ ছিল । ড. আব্দুল্লাহ আল-মুতী শরফুদ্দীন বিজ্ঞান ও প্রযুক্তিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৫ খ্রিস্টাব্দে একুশে পদক, ‘স্বাধীনতা পুরস্কার-১৯৯৫’, ভারতের পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার লাভ করেন। এছাড়াও সাহিত্য রচনা ও বিজ্ঞান সাধনার জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, ইউনেস্কো আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কারসহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯৯৮ খ্রিস্টাব্দের ৩০ নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন এ বিজ্ঞানী।