সুমি নূর
প্রথম পাতা » জীবনী » সুমি নূরপরিচয় হিসেবে আমি নিজেকে একজন ‘মা’ বলতেই বেশি সম্মানিত বোধ করি । কেননা এই একটি শব্দ ‘মা’-এর মধ্যে রয়েছে পৃথিবীর সব সুখ, সব কাজ, সব আবদার আর কষ্টের কোষাগার । আমার জন্ম ও বেড়ে ওঠা, পড়ালেখা সবকিছুই রাজধানী ঢাকায় । ঢাকা সিটি কলেজ থেকে ব্যবস্থাপনায় মাস্টার্স করেছি ।
আমাদের এই ছোট্ট জীবনে আমার মত অনেকেই কিছু স্বপ্ন দেখতে ভালোবাসি যেগুলো অনেক সময় মা, বোন, স্ত্রী হিসেবে বিভিন্ন চরিত্রে কাজ করতে যেয়ে জীবনের হয়তো অর্ধেক সময় শেষ করে দেই । তাই একটা সময় এসে নিজেকে কিছু সময় দিতে চেয়েছি, তুলে ধরতে চেয়েছি নিজেকে ভিন্ন সত্তায় লেখালিখির মাধ্যমে ।
না বলা কিছু গল্প,আশা, দুঃখ, স্মৃতি, কিছু আক্ষেপ নীল খামে করে অজানা ঠিকানায় অতল সমুদ্রে ভাসিয়ে দিতে চাই ।
আমি একজন স্বপ্নচারী মানুষ …
তথ্যসূত্র: .২০২২ সালে প্রকাশিত ‘আসমাপ্ত কথন’ গ্রন্থ থেকে সংকলিত।