ফাউজিয়া ইসলাম ইরা
প্রথম পাতা » জীবনী » ফাউজিয়া ইসলাম ইরা
ফাউজিয়া ইসলাম ইরা .জন্ম : ১৫ জুলাই, ২০০৪ খ্রিস্টাব্দে, ঢাকায় ।বাবা মো. রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার। মা ফেরদৌসী সুলতানা, শিক্ষিকা।ফাউজিয়া ইসলাম ইরা ঢাকার ভিকারুন্নেসা নূন স্কুলের ইংরেজি ভার্সনের নবম শ্রেণির ছাত্রী। দুই বোনের মধ্যে সে বড়ো। ছোটো বোন ফাহমিদা ইসলাম এষা ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে। ইরার ছোটোবেলা থেকেই লেখালেখি ও চিত্রাঙ্কনে শখ। অবসর সময় কাটে বিভিন্ন ধরনের কবিতা ও ছোটোগল্প লিখে। ”রহস্যের সাতদিন” তার লেখা প্রথম বাংলা উপন্যাস। আদর্শ লেখক হিসেবে সে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনুসারী।