জোহরা রুবী

প্রথম পাতা » জীবনী » জোহরা রুবী


 জোহরা রুবী

জোহরা রুবী ১৮ অক্টোবর চট্টগ্রাম শহরে জন্ম ও বেড়ে ওঠা। সাংস্কৃতিক পরিমন্ডল এবং অপূর্ব এক প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠে জীবন। চট্টগ্রাম সেনানিবাস স্কুল থেকেই শিক্ষা জীবন শুরু। সংস্কৃতিমনা এই কবির শৈশব কেটেছে খেলাধুলা, গান বাজনা, কবিতা আবৃত্তি ও নানাবিধ সাংস্কৃতিক কর্মকান্ডে। লেখালেখির অভ্যাসটা গড়ে উঠেছিল ছোটবেলা থেকেই। সবুজ বন বনানী ও পাহাড়ঘেরা স্কুলের প্রাকৃতিক দৃশ্য ছোটবেলা থেকেই মুগ্ধ করতো। স্কুলের গন্ডি পেরিয়ে ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজ হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলায় অনার্স, মাস্টার্স। সংসার ও পেশাগত জীবনের ব্যস্ততাও লেখালেখির শখটাকে আটকে রাখতে পারেনি। স্বপ্নের পথে পথ চলতে চলতে কখন যে তা বাস্তব রূপ ধারণ করল তা টেরই পাননি। সমাজ, প্রকৃতি, প্রেম, বিরহ ও বর্তমান প্রেক্ষাপট ইত্যাদি বিষয়ে লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কবিতা, গল্প ও উপন্যাস লেখার প্রতি আগ্রহ থাকলেও ‘অসীমতা ছোঁবই আমি’ তার প্রথম কাব্যগ্রন্থ। বর্তমানে ঢাকার একটি ইংরেজি মাধ্যম (ই.এস.এস) স্কুলে শিক্ষকতা করছেন। স্বামী বকতিয়ার আনাম চৌধুরী ও দুই মেয়ে সপ্তর্ষি, নুদরাত, সপ্তর্ষির স্বামী ইমতিয়াজকে নিয়ে তার ছোট্ট পরিবার লেখালেখির মধ্যেই নিজেকে আবদ্ধ রাখার আপ্রাণ চেষ্টা তার। এই কবির আরেকটি কাব্যগ্রন্থ ‘ভাবনার রংতুলিতে’ ।