অন্বিতা ফরিদ

প্রথম পাতা » জীবনী » অন্বিতা ফরিদ


 অন্বিতা ফরিদ

অন্বিতা ফরিদ। জন্ম ২৫ মার্চ ১৯৯৩ । পৈতৃক বাসস্থান মানিকগঞ্জ হলেও বর্তমানে ধানমন্ডিতে স্থায়ীভাবে বসবাস করছেন। বাবা ছিলেন তড়িৎ প্রকৌশলী মো. ফরিদউদ্দিন, মা শিক্ষিকা আমিরা ইসলাম। দুজনেই পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। একমাত্র ভাই সানজীভ ফরিদ বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রবাসী । অন্বিতা ফরিদের শিক্ষা জীবন শুরু হয় গ্রীন জেমস্ ইন্টারন্যাশনাল স্কুলে। ম্যাপেল লিফ স্কুল থেকে ‘ও’ এবং ‘এ’ লেভেল পাস করেন খুব ভালো ফলাফল করে। ২০১৬ সালের ডিসেম্বরে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ফার্মেসিতে ব্যাচেলর ডিগ্রি গ্রহণ করেন তিনি। ছোটবেলা থেকেই কবিতা, ছড়া এবং গল্প লেখার চর্চা ছিল। তার কবিতা জাতীয় দৈনিকেও প্রকাশিত হয় । ‘তোমার আমরা গল্প’ তার লেখা প্রথম উপন্যাস যা প্রকাশ করে প্রিয়মুখ প্রকাশন, ‘ভালোবাসি আজও’ পাঠকদের জন্য তার রচিত দ্বিতীয় রোমান্টিক উপন্যাস। এটি তার তৃতীয় উপন্যাস ।