তারানা নাজনীন লাকী

প্রথম পাতা » জীবনী » তারানা নাজনীন লাকী


তারানা নাজনীন লাকী

তারানা নাজনীন লাকী, পিতা- মরহুম মিজানুর রহমান, মাতা- মরহুমা হানুয়ারা বেগম’র চার সন্তানের মধ্যে কবি তৃতীয় ৷ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত গ্রামের রজ্জব আলী মাস্টারের নাতনী তিনি। পিতার চাকুরীসূত্রে করাচিতে তিন জুলাই জন্ম।  স্বামী অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। দুই সন্তানের জননী তারানা নাজনীন লাকী তেজগাঁও পলিটেকনিক গার্লস স্কুল থেকেই শিক্ষা জীবন শুরু। স্কুলে পড়ালেখা অবস্থায় লেখা-লেখির প্রতি আগ্রহ তৈরী হয় এবং বিভিন্ন অনুষ্টানে কবিতা আবৃত্তিও করেন। কবিতা লেখা তাঁর রক্তে মিশে গেছে। কবিতাকে ভালোবেসে ছুটে চলেন সর্বত্র। কবির প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ- সম্পূর্ণা ২০১৩ সালে একুশে বইমেলায় প্রকাশিত হয়।  তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ -’সম্পূর্ণার স্বপ্ন’।