তাওসিয়া তাবাস্সুম রায়া

প্রথম পাতা » জীবনী » তাওসিয়া তাবাস্সুম রায়া


 তাওসিয়া তাবাস্সুম রায়া

ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল (ESS) ধানমন্ডি শাখায় স্ট্যান্ডার্ড থ্রী এর শিক্ষার্থী। রায়ার জন্ম ১৪ ফেব্রুয়ারি ২০১২ ঢাকায়। বাবা মোঃ মনির হোসেন, মা শামীমা বেগম। বর্তমান দু’জনে বাংলাদেশ পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার হিসাবে ডিএমপি, ঢাকায় কর্মরত। রায়ার শৈশবের দিনগুলো কেটেছে যৌথ পরিবারের আপনজনদের নিবিড় সান্নিধ্য আর মমতার অপার বাঁধনে। চারপাশের পরিবেশ ও প্রকৃতির পশুপাখি, গাছপালার জীবন নিয়ে তার গভীর ভাবনা ও মায়া জড়িয়ে আছে। তার রচিত গল্প-কবিতায়, চিত্রাঙ্কনে যা প্রস্ফুটিত হয়েছে।সাম্প্রতিক সময়ে ২০২০ হতে চলমান কোভিড-১৯ এর প্রভাবে সমগ্র বিশ্ব জুড়ে মানুষের জীবন চিত্র পাল্টে গিয়েছে। রায়া বাসায় কোয়ারেন্টাইনে থেকে অনলাইন স্কুল-এর পাশাপাশি কবিতা, করোনা বিষয়ক সতর্কতামূলক ছবি ও বার্তা লিখেছে। করোনা পরিস্থিতিতে তার কার্টুন ছবি, কবিতা, ছোটগল্প ও মেসেজের মাধ্যমে করোনা থেকে নিরাপদ থাকার সচেতনতা প্রকাশ পেয়েছে। রায়া করোনা বিষয়ক সচেতনতামূলক সৃজনশীল প্রয়াসের জন্য ইউনিসেফ কর্তৃক সুপারস্টার মনোনীত হয়েছে। তার রচিত গল্প, আঁকা ছবি নিয়ে শিশুতোষ গ্রন্থ The circle of কবিতা ও life (জীবনবৃত্ত) ২০২০ এ অমর একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে ।