মিল্টন জে. পালমা

প্রথম পাতা » জীবনী » মিল্টন জে. পালমা


 মিল্টন জে. পালমা

পুরো নাম মিল্টন জেমস্ পালমা । বাবা মি. নিকোলাস পালমা ও রত্নগর্ভা মা মিসেস মেরী পালমা । জন্ম ১৯৭০ খ্রিস্টাব্দের জেলার কালীগঞ্জ ডিসেম্বর গাজীপুর উপজেলাধীন খ্রিস্টান অধ্যুষিত জনপদের একাংশ ছায়া ঢাকা শান্তিপ্রিয় দড়িপাড়া গ্রামে । মিশনারি স্কুল থেকে ১৯৮৭ সালে এসএসসি, স্বনামধন্য নটর ডেম কলেজ থেকে এইচএসসি, তেজগাঁও কলেজ ঢাকা থেকে বি.কম (পাস) এবং ১৯৯৩ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে এম.কম পাস করেন। ১৯৯৪ সালে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীনে সরকারি চাকরিতে যোগদান করেন । ২০০৪ সালে সরকারি চাকরিতে স্বীয়পদে ইতি টেনে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে । বর্তমানে তিনি কুয়েতে সরকারি চাকরিতে দায়িত্বশীল পদে কর্মরত ।
স্কুলজীবন থেকেই স্কুলের দেয়াল পত্রিকার বদৌলতে কবিতা, ছোটগল্প ও বিভিন্ন বিষয়ে প্রবন্ধ লেখার প্রতি আগ্রহ জন্মায় । পরবর্তীতে কলেজ, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে এর তীব্রতা আরো বেড়ে যায় । এযাবৎকালে অসংখ্য কবিতা, গল্প, প্রবন্ধ বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় ছাপা হয়েছে । ছোটবেলায় সংগীতশিল্পী হওয়ার প্রবল ইচ্ছা থেকে শাস্ত্রীয় সংগীতে দীর্ঘদিন তালিম নিলেও পরবর্তীতে সাহিত্যচর্চার টানে এতে ভাটা পড়ে। সংগীতে নজরুল গীতির প্রতি বিশেষ দুর্বলতা রয়েছে ।