ফাতেমা হক মুক্তা

প্রথম পাতা » জীবনী » ফাতেমা হক মুক্তা


 ফাতেমা হক মুক্তা

বাউল সম্রাট লালন শাহ্, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাঙাল হরিনাথ, মীর মোশাররফ হোসেন ও নীল বিদ্রোহের নেত্রী প্যারী সুন্দরীর কুষ্টিয়া জেলার দহকুলা গ্রামের আস্তানা বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ২ ডিসেম্বর হেমন্তকালে ফাতেমা হক মুক্তা’র জন্ম। বাবা- খন্দকার সিরাজুল হক, মা- সৈয়দা কোহিনূর বেগম। ৯ ভাই-বোন মধ্যে সবার ছোট ফাতেমা হক মুক্তা।
লেখাপড়া করেছেন কুষ্টিয়া ও ঢাকাতে । লেখালেখির পাশাপাশি আরো একটি পরিচয় আছে এই কবির। তিনি পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। লালন-কন্যা ঘরের পোশাক নামে একটি হোম বুটিক নিয়ে আছেন তিনি ।
ফাতেমা হক মুক্তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা একুশ। এরমধ্যে প্রথম উপন্যাস ‘উজান গাঙের নাইয়া’ বাংলাদেশ সরকার অনুমোদিত প্রতিটি জেলার গণগ্রন্থাগারে ২০১৬ সালে ঠাঁই পেয়েছে। ফাতেমা হক মুক্তা বাংলাদেশ সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।
তিনি ভালোবাসেন বাংলাদেশকে। খুব ভালোবাসেন নিজ জন্মভূমি কুষ্টিয়াকে। রাজধানীতে বসবাস করলেও মানুষের বিপদে আপদে ছুটে যান নিজ জেলা কুষ্টিয়ার অসহায় মানুষের পাশে। সকল ধর্মের মানুষের সাথে রয়েছে তার সু-সম্পর্ক। ভীষণ মানুষপ্রিয় কবি ফাতেমা হক মুক্তা।