জামাল উদ্দিন জীবন(Jamal uddin jibon)

প্রথম পাতা » জীবনী » জামাল উদ্দিন জীবন(Jamal uddin jibon)


জামাল উদ্দিন জীবন

জামাল উদ্দিন জীবন গীতিকার, সুরকার, উপন্যাসিক, কবি ও গল্পকার। জামাল উদ্দিন জীবনের লেখায় সমসাময়িক সামাজিক, পারিবারিক প্রেক্ষাপট, হাসি কান্না এবং মায়াবী
সৌন্দর্য্য এর বিমূর্ত প্রতিফলন লক্ষ্য করা যায়। এছাড়াও অনলাইন ভিত্তিক ম্যাগাজিন দৈনিক রুপসী বাংলা এবং সময়ের সংবাদ ২৪.কম এ তার লেখা “পুষ্প চন্দ্রের প্রেম” ও মুক্তিযুদ্ধের গল্প “আক্ষেপ” ধারাবাহিক ভাবে প্রকাশিত হচ্ছে। লেখকের প্রকাশিত উল্লেখযোগ্য কিছু বইয়ের তালিকাঃ উপন্যাস “ভালোবাসারস্মৃতি”২০১৬, স্মৃতিচারণ মুলক উপন্যাস “বন্ধু তোমাকে জানাই বিদায়” ২০১৮, গল্পগ্রন্থ “মেঘের দেশে নীল পরী” ২০১৯, কাব্যগ্রন্থ” ফিরে এস মোহনায়” ২০২০, উপন্যাস “স্বপ্ন সঙ্গিনী নবনীতা” ২০২০ এর গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে। যৌথ গ্রন্থ সমূহ: কাব্যগ্রন্থ কাব্যের তরঙ্গমালা” ২০১৭, গল্পগ্রন্থ “গৃহত্যাগী জোছনা” ২০১৭, কাব্যগ্রন্থ “প্রিয় বাবা” ২০১৭, কাব্যগ্রন্থ “নির্বাচিত ১০০ কবির কবিতা”
২০১৮ গল্পগ্রন্থ “রোদ বিকালের গল্প” ২০১৯। যৌথ গল্পসমগ্র সম্পাদক হিসেবে জামাল উদ্দিন জীবন এর “অনুভবের স্পন্দন” প্রকাশিত হয়েছে ২০২০ এর গ্রন্থমেলায়।
পারিবারিক পরিচিতি: জামাল উদ্দিন জীবনের জন্ম- ১৯৮৩ সালের ৩রা মার্চ মাদারিপুর জেলার শিবচর উপজেলায়। মুহাম্মদ নুরুল আমিন মিয়া এবং নুরজাহান বেগমের দ্বিতীয় সন্তান তিনি।
শিক্ষা ও কর্ম:১৯৯৮ সালে দি বেঙ্গলি মেডিয়াম হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তিতে গোলাম রসুল সানির প্রিয় ছাত্র হিসাবে শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে এমবিএ (মানবসম্পদ ব্যবস্থাপনাতে) দ্বিতীয় স্থান অধিকার করেন এবং মেট্রপলিশ আইডিয়াল “ল” কলেজ থেকে আইন পেশায় পড়াশোনা শেষ করেন। পেশা হিসাবে তিনি চাকরিকে বেছে নেন এবং একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠান এ কর্মরত আছেন।

তথ্যসূত্র: .২০২৩ সালে প্রকাশিত ‘ময়না কাটার বুকে চর’  গ্রন্থ থেকে সংকলিত।