ইশরাত জাহান ফারিহা

প্রথম পাতা » জীবনী » ইশরাত জাহান ফারিহা


 ইশরাত জাহান ফারিহা

ইশরাত জাহান ফারিহা ১৯৯৯ সালের ২৮ মে নোয়াখালী জেলার চাটখিল থানার করটখিল আব্দুল করিম মিয়াজী বাড়িতে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ দেলোয়ার হোসেন দিলু একজন ব্যবসায়ী, মাতা জান্নাতুল ফেরদাউছ একজন আদর্শ গৃহিনী। তিন বোন এক ভাই’র মধ্যে লেখিকা সবার বড়। তিনি প্রসাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং সোমপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সোমপাড়া কলেজ থেকে এইচএসসি পাস করে ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে অনার্সে প্রথম বর্ষে অধ্যায়নরত। তিনি ছোটবেলা থেকে গল্প, কবিতা, ছড়া লিখে আসছেন। তার লেখা বিভিন্ন পত্র- পত্রিকায় প্রকাশিত হয়ে আসছে। তিনি বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছেন।তার লেখা বই- মাগো তোমার জন্য।