মোঃ মহসিন মিঞা

প্রথম পাতা » জীবনী » মোঃ মহসিন মিঞা


 মোঃ মহসিন মিঞা

মোঃ মহসিন মিঞা, পিতামৃত মাঈনউদ্দিন, মাতা মোসাঃ জামিরুন নেছা, গ্রাম বারাপুষা, ডাকঘর ও উপজেলা নাগরপুর, জেলা টাংগাইল, ২রা ফেব্রুয়ারি, ১৯৬৭ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি গ্রামের সরকারি প্রামণিক বিদ্যালয়ে পড়ালেখা শেষে নাগরপুর যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এস. এস. সি. নাগরপুর সরকারি কলেজ থেকে এইচ. এস. সি. ও বি.এ. পাস করেন। অতপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে বাংলা সাহিত্যে এম. এ. এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি. ডিগ্রী অর্জন করেন। তাঁর কর্মজীবন শুরু ১৯৯৪ খ্রিস্টাব্দে নজরুল ইন্সটিটিউটের গবেষণা ও প্রকাশনা বিভাগে। লেখালেখির হাতেখড়ি তাঁর বিভিন্ন লেখা প্রতিযোগিতার মাধ্যমে। প্রতিযোগিতামূলক লেখায় তিনি প্রায়ই পুরস্কার লাভ করতেন। পরবর্তীতে সে-কারণেই পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়। বাংলাবাজারে তাঁর বেশকিছু বাংলা ব্যাকরণ ও ইংলিশ গ্রামার এবং পাঠ্যবই রয়েছে যেগুলো বিভিন্ন শ্রেণিতে পড়ানো হয়। তাঁর কর্মজীবনে একনিষ্ঠতা, সততা, স্বচ্ছতা, আন্তরিকতা, স্বাধীনচিত্ততার সমাহার রয়েছে। অন্যের ব্যক্তিস্বাধীনতার প্রতি রয়েছে তাঁর গভীর শ্রদ্ধাবোধ ।তার রচিত বই-নজরুলের প্রবন্ধ চিন্তা।