কাজী আব্দুর রশিদ

প্রথম পাতা » জীবনী » কাজী আব্দুর রশিদ


কাজী আব্দুর রশিদ

বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুর রশিদ। পিতা: মরহুম কাজী মোজাফ্ফর হোসেন মাতা: মরহুম মালেকা খাতুন। তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বালিনা গ্রামে ১৯৩০ সালের ৩ অক্টোবর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর ৪ ভাই ও ৪ বোন। তিনি ১৯৫২ সালের ৩০ জানুয়ারি ইস্ট পাকিস্তান পুলিশে অতঃপর ১৯৫৮ সালে ইস্ট পাকিস্তান রাইফেলস (যা পরবর্তীতে বাংলাদেশ রাইফেলস হিসেবে নামকরণ করা হয়)-এ যোগদান করেন । তিনি ১৯৭১ সালে ৭নং সেক্টরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। যুদ্ধে অংশগ্রহণের জন্য তিনি বীর মুক্তিযোদ্ধা খেতাব লাভ করেন। তিনি বাংলাদেশ রাইফেলস্ (বর্তমানে বর্ডার গার্ড)-এর সুবেদার হিসেবে ১৯৮০ সালে ৫০ বছর বয়সে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। চাকরি জীবনে সততা এবং মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য বাংলাদেশ রাইফেলস্ তাঁকে ‘দৃষ্টান্তমূলক’ জুনিয়র কমিশন অফিসার হিসেবে স্বীকৃতি প্রদান করে। তাঁর ৬ ছেলে ও ১ মেয়ে যারা সকলেই বিভিন্ন সম্মানজনক পেশায় কর্মরত আছেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে বর্তমানে তিনি সরকার হতে সম্মানী পাচ্ছেন।তার লেখা বই- নওগাঁয় মুক্তিযুদ্ধ।