মোবারক হোসেন খান
প্রথম পাতা » জীবনী » মোবারক হোসেন খান
বহুমাত্রিক সঙ্গীত শাস্ত্রবিদ ও লেখক সাহিত্যচর্চার মাধ্যমে বাংলা সাহিত্যের সঙ্গীত শাখাকে সমৃদ্ধকরণে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন তাদের মধ্যে মোবারক হোসেন খান অন্যতম। সঙ্গীতশাস্ত্রে তিনি এত লেখালেখি করেছেন যে, তাঁর মত আর কেউ করেনি। ভারত উপ-মহাদেশের মধ্যে অন্যতম সঙ্গীত শাস্ত্রী তিনি। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ১৯৩৮ খ্রিস্টাব্দের ২৭ ফেব্রুয়ারি উপ-মহাদেশের বিখ্যাত সঙ্গীত পরিবারে। (যে পরিবারে ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ওস্তাদ আয়েত আলী খাঁ, ওস্তাদ আলী আকবর খাঁ, ওস্তাদ খাদেম হোসেন খাঁর মতো বরেণ্য সঙ্গীতজ্ঞ জন্মগ্রহণ করেছেন)। মোবারক হোসেন খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে এম.এ ডিগ্রি লাভ করেছেন। তবে সঙ্গীতের প্রতি তাঁর অগাধ ভালবাসা। একজন প্রতিথযশা সংগীতশিল্পী তিনি সেই সঙ্গে একাধারে গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক। পারিবারিক সূত্রেই তাঁর সঙ্গীত জগতে আগমন। বাংলাদেশ বেতারে চাকরির মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু। চাকরির পাশাপাশি লেখালেখি চালিয়েছেন পুরোদমে। সঙ্গীত বিষয়ক অনেক গ্রন্থ রয়েছে তাঁর। যেমন- সঙ্গীত প্রসঙ্গ, বাদ্যযন্ত্র প্রসঙ্গ, সুরের রাজা, সুরের বাউল, সুর লহরী, রাগসঙ্গীত, যন্ত্রসাধন, সঙ্গীত সাধনা ইত্যাদি উল্লেখযোগ্য। অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে- সঙ্গীত গুণীজন, ছোটদের আমির খসরু, ওস্তাদ আলাউদ্দিন খাঁ ও তার পত্রাবলী উল্লেখযোগ্য। শিশুতোষ, উপন্যাস, অনুবাদসহ অসংখ্য লেখা রয়েছে তাঁর। তিনি সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ১৯৮৬ খ্রিস্টাব্দে একুশে পদক, ১৯৯৪ খ্রিস্টাব্দে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। আরও বিভিন্ন পুরস্কার তিনি অর্জন করেছেন।