কানাই লাল শীল

প্রথম পাতা » জীবনী » কানাই লাল শীল


কানাই লাল শীল
মরমী গীতিকার, সুরকার ও যন্ত্রসঙ্গীত শিল্পী
কানাই লাল শীলের জন্ম কইরাল গ্রাম, ফরিদপুর, ১৯৮৫। দোতারাবাদক, গীতিকার ও সুরকার। প্রখ্যাত বেহালাবাদক বসন্ত কুমার শীলের কাছে শৈশবে বেহালায় হাতেখড়ি। পরে বসন্ত শীলের গুরু মতিলালের কাছে বেহালায় পূর্ণ পাঠ গ্রহণ। যাত্রাদল, গাজীর গান, কবি গান ও কীর্তনীয়া দলে যোগ দিয়ে বাংলার গ্রামান্তরে পরিভ্রমণ। বকমপুরের কাছে বইমহাটি ফকির বাড়িতে অবস্থানকালে দরবেশের দাও শাহর মাজারে এক দোতারাবাদকের বাদন শুনে আকৃষ্ট ও প্রখ্যাত দোতরাবাদক তরচন সরকারের শিষ্যত্ব গ্রহণ করেন। শিক্ষা শেষে এক কৃষ্ণলীলা দলে যোগ দেন। ফরিদপুরের অম্বিকাপুরের এক অনুষ্ঠানে কবি জসীমউদ্দীনের সঙ্গে গমন ও আব্বাসউদ্দীনের সঙ্গে পরিচয়। আব্বাসউদ্দীনের সহায়তায় গ্রামোফোন কোম্পানিতে যোগদান। কাজী নজরুল ইসলামের সঙ্গে পরিচয় লাভ। নজরুলের গানের আসরে দোতরায় সহযোগিতা। তিনি অল ইন্ডিয়া রেডিওর কলকাতা কেন্দ্রের নিয়মিত দোতারা শিল্পী রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রে নিজস্ব শিল্পী হিসেবে যোগদান করেন। আমৃত্যু ঢাকা বেতারের সঙ্গে যুক্ত ছিলেন। একজন মরমি গীতিকার, সুরকার ও দোতারাবাদক। জনপ্রিয় লোকগানের রচয়িতা। মৃত্যু-ঢাকায় ২০ জুলাই ১৯৭৪ খ্রি.।