মোহাম্মদ শাহানুর ইসলাম
প্রথম পাতা » জীবনী » মোহাম্মদ শাহানুর ইসলাম
মোহাম্মদ শাহানুর ইসলাম জন্ম : ২৭ ডিসেম্বর। গাইবান্ধা জেলার মনোহরপুর ইউনিয়নের পুটিমারী গ্রামে। পিতা : মরহুম মজির হোসেন, মাতা : মোছা: শামছুন্নাহার বেগম, তিনি ১১ ভাই-বোনের মধ্যে ১০ম।
পড়ালেখা: গাইবান্ধা সদর উপজেলার কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, গাইবান্ধা সরকারি কলেজ থেকে এইচএসসি, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক, উত্তরা ইউনিভার্সিটি থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতকোত্তর। বর্তমানে সাতাইশ কলেজে পদার্থবিজ্ঞানের প্রভাষক পদে নিয়োজিত
অপ্রকাশিত কাব্যগ্রন্থ : বন্দনীয়া, ছেলেবেলা, অসহায় স্বাধীনতা ।
অপ্রকাশিত উপন্যাস : নীলার চোখে জল, ভবলীলা, ঘাঘট তীরের মেয়ে।
অপ্রকাশিত গল্পগ্রন্থ : অদৃষ্টের শাসন, দস্যি মেয়ের নস্যি কাণ্ড, অন্তহীন যাএা,
তথ্যসূত্র: .২০১৯ সালে প্রকাশিত ‘মনুষ্যত্ব -ই ধর্ম’ গ্রন্থ থেকে সংকলিত।